শিরোনাম
◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন ◈ খালেদা জিয়া অনেকটাই সুস্থ, হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা ◈ ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে ◈ আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন: ঢাকায় লিফলেট বিতরণ ◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের ◈ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ◈ রিজওয়ানকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো পাকিস্তান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৯:২১ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালখালীতে ৭ ইউপিতে ৩১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ হোসাইন: [২] চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন চেয়ারম্যান পদ প্রার্থী।

[৩] ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো। এদিন সকাল থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

[৪] উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, উপজেলার ৭ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

[৫] মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন, শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মোনাফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দীন সোহেল, নুরুল ইসলাম, আবদুল মালেক ও মোহাম্মদ এমরান।

[৬] সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এস.এম মহিউদ্দীন ও এ.এস.এম ইউসুফ চৌধুরী। পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জসিম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বাবু দাশ, ছৈয়দ মো. মোদ্দাচ্ছের ও এসএম জোবায়ের হাসান। চরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়াইব রেজা, মো. মোস্তাফা কামাল ও রহমত আলী চৌধুরী।

[৭] শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোকারম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ, মো. ইকবাল ও মো. নাঈম উদ্দীন।

[৮] আমুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়া পারু ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনছুর আহমেদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান, মো. সায়েম, মো. মাহাবুবুল আলম সিদ্দিকী, মো. মোহরম আলী ও মো.মুরাদ হাসান।

[৯] ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর। ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়