রুবেল মজুমদার : [২] মঙ্গলবার জেলায় নতুন করে আরও১৫৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার১৮০জন।
[৩] রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। লালমাই এক,দেবিদ্বার এক জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৫জনে দাঁড়ালো।
[৪] এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৬৬জন, বুড়িচং ০৩জন, আর্দশ সদর ১২জন, সদর দক্ষিণ ০১জন, লালমাই ০৩ জন, নাঙ্গ লকোট ১৬ বরুড়া ০৭জন, মুরাদনগর ০৭জন, দেবিদ্বার ০৮জন, মনোহরগন্জ ০৬জন, তিতাস ০১জন, দাউদকান্দি ০৮ জন, চান্দিনা ০৭জন, লাকসাম ০৬জন, চৌদ্দগ্রাম ০৪জন।
[৫] আজ সুস্থ্য ৫০জন দেখানো হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১ হাজার ৭০০ জন করোনা রোগী।
[৬] মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
[৭] সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৪হাজার ৫৬৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮২হাজার ৩৮২জনের। এর মধ্যে ১৪ হাজার ১৮০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২২এদের মধ্যে নতুন শনাক্ত: ০৮।
আপনার মতামত লিখুন :