রাজু চৌধুরী : [২] শুক্রবার ৭ মে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিত্তবানদের প্রতি এই আহ্বান জানান তিনি।
[৩] চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এর পরিকল্পনায় প্রাক্তন ছাত্র নেতা, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সুরঞ্জিত বড়ুয়া লাভুর সার্বিক ব্যবস্থাপনায় শারীরিক প্রতিবন্ধী অক্ষম মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
[৪] এ সময় নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা ও পরিকল্পনা নিয়েছেন তারই ধারাবাহিকতায় উন্নয়ন সমতা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই ধরনের কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভাপতির বক্তব্যে সুরঞ্জিত বড়ুয়া লাবু বলেন এই অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের ভাগ্য পরিবর্তনে সমাজের উচ্চবিত্ত মানুষেরা এগিয়ে আসলেই প্রতিবন্ধী এবং মানুষের মাঝে সমতা ফিরিয়ে আনা সম্ভব।
[৫] উক্ত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক এর বেশি শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :