শিরোনাম
◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় হিন্দু সেনার, ভিডিও ◈ নতুন 'নন-নিউক্লিয়ার' হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন, সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত ◈ ডা. জারা ও ডা. কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ প্রত্যাহার, দুঃখ প্রকাশ নোটিশদাতাদের ◈ ইসরাইলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ◈ শিক্ষার্থীদের আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যসহ ১১ কর্মকর্তা পদত্যাগ ◈ সৌ‌দি আর‌বের আল নাসর ক্লাব এএফ‌সি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনা‌লে ◈ আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ পহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্পর্ক আ‌রো গভীর কর‌তে বার্তা দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী ◈ পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে যে বিপদে পড়েছেন ভারতীয় অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট

প্রকাশিত : ২২ মার্চ, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উকুন তাড়ানোর ৫ উপায়

আতাউর অপু: উকুন যেমন বিরক্তিকর, তেমনই অস্বস্তিকর। সারা দিন মাথা চুলকায়। আর চুলকাতে চুলকাতে অনেক সময় জ্বালাও করে। উকুন হলে তা থেকে পরিত্রাণের উপায় খোঁজেন সবাই। উকুননাশক নানা শ্যাম্পু বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও অনেকে মুক্তি পান না এ বিরক্তিকর যন্ত্রণা থেকে।

এক প্রতিবেদনে ঘরোয়া পদ্ধতিতে উকুননাশের উপায় জানিয়েছে। আসুন, একঝলকে সে উপায়গুলো জেনে নিই—

পেঁয়াজের রস

পেঁয়াজের রস উকুন দূর করতে সহায়তা করে। একটি বড় পেঁয়াজ নিন। এরপর পেঁয়াজ থেতো করে রস বের করুন। রস মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন। কিছুক্ষণ চুল ঢেকে রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন এবং উকুন দূর করুন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন।

লেবুর রস

লেবু প্রাকৃতিক জীবাণুনাশক, যা উকুন দূর করতে সাহায্য করে। একটি বড় লেবু নিন। এরপর লেবুর রস বের করে তা সরাসরি মাথায় লাগান। এটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর চিরুনির সাহায্যে উকুন দূর করুন। এ পদ্ধতিটি সপ্তাহে দুবার ব্যবহার করুন।

রসুন লেবু

রসুনের তীব্র গন্ধ উকুন মারতে সাহায্য করে। রসুনের কয়েকটি কোয়া ও তিন চামচ লেবুর রস নিন। এবার রসুন ও লেবুর রসের পেস্ট তৈরি করুন। এরপর এটি মাথায় প্রয়োগ করুন। এক ঘণ্টা রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লবণ ভিনেগার

এই পদ্ধতি মাথা থেকে উকুন দূর করে। এক কাপের চার ভাগের এক ভাগ লবণ ও ভিনেগার নিন। লবণ ও ভিনেগারের পেস্ট তৈরি করে এটি মাথায় লাগান। এবার শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। দুই ঘণ্টা এভাবে রেখে দিন। এরপর চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন।

নিমের রস

নিমপাতা পিষে এর রস বের করুন। এবার এই রস চুলে ঠিকভাবে লাগালে উকুন মারা যায়। এ ছাড়া নিমের তেল ব্যবহার করেও উকুন দূর করতে পারেন। নিম ও নারকেল তেল ব্যবহার করেও উকুন দূর করা যায়। দুই তেল মিশিয়ে হালকা গরম করুন এবং তা মাথায় লাগান। তারপর শাওয়ার ক্যাপ পরুন। এভাবে চার ঘণ্টা রেখে দিন। পরে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এরপর শ্যাম্পু করে নিন। দেখবেন, উকুন দূর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়