শিরোনাম
◈ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে ◈ বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশি হত্যা  ◈ ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি ◈ রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ◈ ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি, সরকার চায় উভয়পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ডি-৮ সম্মেলনে যোগ দিতে  মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ ইজতেমা মাঠ ছাড়বেন সাদপন্থীরা, মাঠের দায়িত্ব নেবে সরকার ◈ বিমানযাত্রী বেশে বাড়ছে মাদক পরিবহন, সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ১ ◈ ইজতেমা ময়দানে সংঘর্ষ: উত্তরা ও তুরাগ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তাবলীগ জামাতের ২ গ্রুপের দ্বন্দ্বের আসল কারণ ‍নিয়ে যা জানাগেল..

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

সমীরণ রায় : [২] রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের সঙ্গে বাঁধ রক্ষণাবেক্ষনের জন্য জরুরি তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে। আম্ফান আবারো জানান দিলো, যতই সংস্কার করা হোক না কেন, ৬০ দশকে তৈরি করা আয়তনে ছোট বেড়িবাঁধ সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধের নিচে ১০০ ফুট ও উপরে ৩০ ফুট চওড়া করতে হবে।

[৩] তারা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। দূর্গত এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। কিন্তু দূর্ভোগ লাঘবে কার্যকর কোনো পদক্ষেপ নেই। স্থানীয় জনপ্রতিনিধিদে কোনো ভূমিকা নেই। তাই বাঁধ ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় একটি জরুরি তহবিল গঠন করতে হবে। বাঁধ ব্যস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করতে হবে।

[৪] তারা আরও বলেন, উপকুলীয় এলাকায় লবণ পানির বাগদা চিংড়ি রপ্তানি করে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই এলাকায় লবণপানি উত্তোলনের জন্য দীর্ঘমেয়াদী সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। কিন্তু এ সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

[৫] সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মিহির বিশ্বাস, উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, কেএনএইচ জার্মানির প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল, সাংবাদিক আব্দুল্লাহ মুয়াজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়