লাইজুল ইসলাম : [২] হজ বিষয়ক সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো নূরুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে অনলাইনে আবেদনের পরই নিবন্ধিতরা টাকা তুলে নিতে পারবেন।
[৩] তিনি বলেন, প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজ এর ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।
[৪] কোন হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীরা কোন প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়াই অর্থ ফেরত পাবে।
[৫] হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, সরকারি নিবন্ধিতরা ৩ লাখ ৬০ হাজার ও বেসরকারি নিবন্ধিতরা ১ লাখ ৮২ হাজার টাকা দিয়েছেন। তারা আবেদনের সঙ্গেই টাকা ফেরত পাবে।
[৬] তসলিম বলেন, যারা টাকা নিবেন তাদের নিবন্ধন বাতিল হবে। এরপর তারা প্রাক নিবন্ধন করতে পারবেন। আর মূল নিবন্ধন করতে পারবেন বর্তমান নিবন্ধিত ও ২০২১ সালের হজের প্রাক নিবন্ধিতদের পর। সম্পাদনা : সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :