দেবদুলাল মুন্না: [৩] মোনালিসা চিত্রকর্মটি বিশ্বখ্যাত সৃষ্টি। এটি এঁকেছিলেন লিওনার্দো ভিঞ্চি। ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভাল-এর প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন গতকাল বুধবার বিবিসি অনলাইনকে বলেন, আঁকা শিল্পকর্মটি বিক্রি করা হতে পারে। দিনের পর দিন পরিস্থিতি মন্দার দিকে যাচ্ছে। আর এই সংকট শিগগিরই কেটে যাবে বলেও মনে হচ্ছে না।
[৪] স্টেফানে ডিস্টিঙ্গুইন মনে করেন, ল্যুভের মিউজিয়ামে থাকা শিল্পকর্ম মোনালিসা বিক্রি করা হলে অনেক বেশি দাম পাওয়া যাবে। আর তা দিয়ে এই সংকট মোকাবেলা করা সহজ হবে। [২] তবে আপত্তি জানিয়েছেন ইতালীয় পেইন্টার সিভিচ্ছি
[৫] বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বাণিজ্যিক প্রতিষ্ঠান, পর্যটন, নির্মাণ খাতসহ অন্যান্য খাত বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে করোনার জেরে।
[৬] তবে মোনালিসা শিল্পকর্মটির স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চির দেশ ইতালির বিশ্বখ্যাত পেইন্টার সিভিচ্ছি এ ব্যাপারে আপত্তি জানিয়ে বলেছেন, ‘এমন শিল্পকর্ম লুভরে তাকা মানেই এটা ফ্রান্সের একার সম্পদ নয়। এটি সারা বিশ্বের। আর এটি বিক্রি করাটা আইনত দণ্ডণীয়। দ্য গার্ডিয়ান
[৭] ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বিক্রি করলে ফ্রান্সের বিরুদ্ধে সংস্থাটি মামলা করবে।
আপনার মতামত লিখুন :