শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইডোক্সোক্লোরোকুইনের বিরোধিতা আমার শত্রুরাই করছে: ট্রাম্প

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হাইডোক্সোক্লোরোকুইন ব্যবহার করার হুঁশিয়ারি দিয়ে প্রকাশিত গবেষণা তার শত্রুদেরই কাজ। যদিও তার নিজের প্রশাসনই এই ঔষধ গবেষণা বা হাসপাতাল ব্যতিত অন্য কোনো স্থানে ব্যবহার করা নিয়ে সতর্ক করে। দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল

[৩] হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা নাকি গবেষণা করে দেখেছে হাইডোক্সেক্লোরোকুইন ব্যবহারকারীদের মৃত্যুর হার বেশি। এটি খুবই খারাপ সমীক্ষা। তারা জনগণকে ভুয়া তথ্য দিয়েছে। এটি ট্রাম্প বিরোধীদেরই মন্তব্য। আমি হাইডোক্সোক্লোরোকুইন ব্যবহার করতে পরামর্শ দেয়ায়ই এটি করা হয়েছে।’

[৪] এর আগে সোমবার ট্রাম্প স্বীকার করেন, করোনা থেকে সুরক্ষায় তিনি প্রায় দু সপ্তাহ হাইডোক্সোক্লোরোকুইন গ্রহণ করেছেন।

[৫] হোয়াইট হাউস বলেছে, ট্রাম্প আমেরিকান জনগণের সঙ্গে তার স্বাস্থ্যগত অবস্থার স্বচ্ছতা প্রকাশ করতে চান। তবে জনগণকে প্রেসক্রিপশন ব্যতিত এটি গ্রহণ না করতে নিষেধ করা হয়। হোয়াইট হাউসের ডাক্তার সিন কনলি বলেন, আমার বিশ্বাস ট্রাম্প সেই পরিমাণেই এটি গ্রহণ করেছেন যেখানে ঝুঁকির সম্ভাবনা নেই। তবে ট্রাম্পকে এটি ডাক্তাররা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন কি না তা বলেন নি তিনি।

[৬] হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘মানসিক সমস্যায় ভোগা বিকারগ্রস্ত নারী’ বলে নিন্দা জানান ট্রাম্প। এর আগে পেলোসি তাকে ‘মেদবহুল’ বলে মন্তব্য করেন। ন্যান্সি পেলোসি বলেন, ‘তার এমন কিছু গ্রহণ করা উচিত নয় যা বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত নয়। এই সময় তিনি ট্রাম্পের বয়স ও অতিরিক্ত ওজনের প্রসঙ্গ টানেন।

[৭] এদিকে করোনা ভাইরাসের হুমকি নিয়ন্ত্রণে ট্রাম্প ‘জাদুবিদ্যা’র প্রয়োগ করছেন বলে নিন্দা জানিয়েছে চীন। চীনের কমিউনিস্ট পাটির প্রধান হু শিজিন টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ট্রাম্প জাদুবিদ্যার প্রয়োগ করছেন। আর এর ফলেই ৯০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন। পরে অবশ্য এটি তিনি ডিলিট করে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়