ফাহমিদা তিশাঃ [২] গত সোমবার ডিজনির প্রাক্তন নির্বাহী কেভিন মায়ার জনপ্রিয় ভিডিও অ্যাপ টিক টক এ চীফ অপারেটিং হিসেবে যোগ দিয়েছেন।এএফপি
[৩]জনপ্রিয় এই ভিডিও অ্যাপ টি করোনার জন্য গৃহবন্দী থাকা মানুষদের কাছে এখন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই সাথে মায়ারের যোগদান যেন টিকটক এর নতুন আরেক সাফল্ল।
[৪]মায়ার সরাসরি টিকটক এর প্রতিষ্ঠাতা বাইটডেঞ্চে এবং প্রধান নির্বাহীর সাথে কাজ করবেন। এই ব্যাপারে কেভিন বলেন,’আমি অনেক খুশি বাইট ডেঞ্ছে এর কাজ করবো বলে।
[৫] মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্সরটাওয়ার এর মতে,২০১৭ সালে টিক টক প্রতিষ্ঠিত হয়ার পর ১০ লাখের ও বেশি ডাউনলোড হয়েছে। এশিয়া মহাদেশে এই অ্যাপটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতোমধ্যে।
আপনার মতামত লিখুন :