সুজন কৈরী : [২] অবৈধ এন-৯৫ মাস্ক, ভুয়া হ্যান্ড স্যানিটাইজার, অনুমোদনহীন ডেঙ্গু টেস্টিং কিটসহ মেডিকেল সরঞ্জাম বিক্রি করায় বৈশাখী সার্জিক্যাল নামক একটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
[৩] মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।
[৪] তিনি বলেন, করোনার কারণে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় প্রতিষ্ঠানটি একটি রেস্তোঁরা হলেও অস্থায়ীভাবে সার্জিক্যাল স্টোরে রূপান্তরিত করা হয়েছে। অভিযানকালে তারা ড্রাগ লাইসেন্স, এনওসি বা কমপ্লায়েন্স সার্টিফিকেট দেখাতে পারেনি। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক সাইফুলকে ১৫ লাখ ও দালাল হিসেবে কাজ করা আমির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :