বিশ্বজিৎ দত্ত : [২] চীনে বন্য প্রাণী বাজারজাত করার উপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু যেসব চাষি মাংশের জন্য বণ্য প্রাণী উৎপাদন করেন তাদের জন্য কোন নিষেধাজ্ঞা নেই। সূত্র আলআরাবিয়া
[৩] তাই এই ধরনের চাষিদের গবাদী পশু উৎপাদনের জন্য বলা হয়েছে। আর যেসব বণ্যপ্রাণী তাদের খামারে উৎপাদন হয়েছে সেগুলোকে মেরে ফেলতে বলা হয়েছে। এই জণ্য সরকার প্রতিটি খামারিকে আর্থিক সহায়তা প্রদান করবে।
[৪] একটি কিং কোবরার প্রতি কেজিতে সরকার ভর্তুকি দিবে১৬ ডলার। বিরালজাতীয় কিছু প্রাণী, ইদুর ও বাদুর প্রতি দেয়া হবে এর অর্ধেক অর্থ। বর্তমানে চিনে বন্য প্রাণী উৎপাদনের খামার রয়েছে ২ হাজার ৩০০টি। তাদের বার্ষিক আয় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।
আপনার মতামত লিখুন :