শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের চোখে এবারের ইরানে আল-কুদস দিবস

রাশিদ রিয়াজ : [২] ইসরায়েলি প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়া সীমিত আকারে ইরানের এবার আল-কুদস দিবস পালন প্রস্তুতির খবর দিয়ে বলেছে করোনাভাইরাস সত্ত্বেও দেশটি ইসরায়েলের বিরুদ্ধে এ দিবস পালন করতে যাচ্ছে।

[৩] করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্যে স্বল্প ঝুঁকিপূর্ণ দেশটির এমনসব অঞ্চলে দিবসটিতে জুম্মার নামাজে অংশ নিতে পারবেন স্থানীয় বাসিন্দারা তবে কোনো সমাবেশে অংশ নেয়া যাবে না। ইসরায়েলের সঙ্গে কোনো সহযোগিতা আল্লাহর বিরুদ্ধে আইন হিসেবে ঘোষণা করে একটি বিলও পাস করতে যাচ্ছে ইরান। এ বিলে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগানোর কথা বলেছে। একই সঙ্গে ইসরায়েলি সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ইরান।

[৪] ২১৮টি শহরে সীমিত আকারে হলেও আল-কুদস দিবসে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন ইসরায়েলের বিরুদ্ধে আগামী ২২ মে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হয়ে থাকে। জেরুজালেমের আরবি নাম হচ্ছে আল-কুদস।

[৫] গত মাসে করোনার কারণে ইরান সেনা দিবসের কুচকাওয়াজ বাতিল করে। তবে দিবসটিতে ক্ষেপণাস্ত্র ও জঙ্গি বিমানের প্রদর্শন করে। মোবাইল হাসপাতাল ও পরিশোধন ট্রাকও এই প্রদর্শনে স্থান পায়। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে ৭ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৬] ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর আল-কুদস দিবস পালনের ঘোষণা দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। হিজবুল্লাহ ও হামাস দিবসটি পালন করে থাকে। এবং ইসরায়েলের ধংসের শপথ নেয়।

[৭] আল-কুদস দিবসে গতবছর ইরানে প্রতিবাদ ও বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেয়। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পুড়িয়ে দেয়। গতবছর ইরানের ৯৫০টি শহরে এ প্রতিবাদ ও বিক্ষোভ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়