মুসা আহমেদ: [২] করোনা মহামারির মধ্যেও ভালো আয় করেছে ইউরোপের সবচেয়ে বেশি বাজেটের বিমান প্রতিষ্ঠান রাইয়ানএয়ার। ১লা এপ্রিল হিসাব বছর শুরু হওয়া প্রতিষ্ঠানটির বছরে আয় ১৩ শতাংশ বেড়ে দাঁড়ায ১.১ বিলিয়ন ডলারে। ফলে ব্যয় নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় সোমবার লাফিয়ে বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার সূচক। রয়টার্স
[৩] রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির প্রভাবে চাহিদা না থাকায় বার্ষিক মোট ২০ শতাংশ যাত্রী কমার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানে না এ বছর কিভাবে আয় হবে। তবুও সোমবার শেয়ার সূচকে ৮ শতাংশ বেড়েছে।
[৪] আইরিশ এ বিমান প্রতিষ্ঠানটি সোমবার এক পূর্ভাবাসে জানায়, করোনা মহামারির কারণে আসছে বছরে যাত্রী সংখ্যা কমে অন্তত ৮০ মিলিয়নের নিচে দাঁড়াবে। এর আগে গেলো সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, বছরে বিমান ১৫৪ মিলিয়ন যাত্রী বহনকারী এ বিমান এবার করোনার কারণে এ সংখ্যা কমে অন্তত ১০০ মিলিয়ন থাকবে।
[৫] এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী মাইকেল ওলিয়ারি বলেন, ধারণা করা হচ্ছে, করোনার বিমানের এ দূরাবস্থা জুন পর্যন্ত থাকবে। এরপর জুলাই-আগস্টে স্বাভাবিকের তুলনায় অন্তত অর্ধেক যাত্রী চাহিদা থাকবে। বছর শেষে ধীরে ধীরে স্বাভাবিক হবে সব কিছু।
[৬] তিনি বলেন, একটি বিমান প্রতিষ্ঠানের সাফল্যের ওপর সরকারি অনেক সিদ্ধান্ত নির্ভর করে। করোনা বিস্তার রোধে আন্তর্জাতিক পর্যটকদের ওপর ব্রিটিশ সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সিদ্ধান্তকে ‘বোকামি ও অব্যবস্থাপনা’ উল্লেখ করে তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত অনেকটা বোকামি এবং এটা বাস্তবায়নযোগ্য না।
[৭] তিনি বলেন, আগামী ১২ মাসে প্রতিষ্ঠানটির আয় কিংবা যাত্রী সংখ্যা কেমন হবে তার সঠিক হিসাব এখনই দেয়া সম্ভব না। আমাদের এ বিষয়ে কোন আগাম ধারণা দেয়া সম্ভব না। কারণ এ বিষয়ের পুরোটাই নির্ভর করছে বিমানযাত্রী সংখ্যা ও সরকারি বিভিন্ন বিধিনিষেধ শিথিলের ওপর।
আপনার মতামত লিখুন :