আসিফুজ্জামান পৃথিল : [২] মারকুইট লো স্কুল পোল বলছে উইসকনসিন রাজ্যে ৪৬ শতাংশ ভোট পেতে পারেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন ৪৩ শতাংশ। মারকুইটের সর্বশেষ জরিপেও ৩ পয়েন্টে এগিয়ে ছিলেন বাইডেন। ফক্স, সিএনএন
[৩] এপ্রিল মাস থেকে টেলিফোন কলের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। শুধু উইনকিনসনই নয়। অধিকাংশ রাজ্যে স্পষ্টই এগিয়ে আছেন বাইডেন। অবশ্য জর্জিয়া, ইত্তর ক্যালিফোর্নিয়ার মতো কিছু রাজ্যে ট্রাম্পই এগিয়ে।
[৪] সব রাজ্যের গড় করলে দেখা যায় বাইডেন ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছেন। বিগত নির্বাচনের নর্বষে ফলে হিলারি যে পয়েন্ট পান বাইডেনের পয়েন্ট তার চেয়ে ৬ বেশি।
[৫] পরিসংখ্যান অনুযায়ী জাতীয়ভাবে বাইডেন অনেকটাই এগিয়ে। কিন্তু প্রায়শই মাঠের ফলে পরিসংখ্যান ব্যর্থ প্রমাণিত হয়।
[৬] তবে সবচেয়ে আশ্চর্যজনক ফল মিলেছে দুই রিপাবলিকান রাজ্য মিশিগান ও পেনসেলভিনিয়ায়। এই দুই রাজ্যেই ৫ পয়েন্ট করে এগিয়ে বাইডেন।
আপনার মতামত লিখুন :