ইয়াসিন আরাফাত : [২] যাঁদের নির্দিষ্ট কোনও যৌনসঙ্গী নেই, তারা করোনাভাইরাসের এই লকডাউন চলাকালীন একজন যৌনসঙ্গী খুঁজে নিন। দেশের নাগরিকদের এমনই পরামর্শ দিল নেদারল্যান্ডসের প্রশাসন। লকডাউনের সময় বাড়িতে থাকাকালীন একে অপরের সঙ্গে দেড় মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশে তুমুল সমালোচনার পর এই নির্দেশ জারি করেছে সে দেশের ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (RIVM)। নিজের পছন্দ মতো সেক্স-পার্টনার খুঁজে নিতে বলেছেন কর্তৃপক্ষ। গার্ডিয়ান, বিবিসি, ডেইলি মেইল
[৩] ২৩ মার্চ, ২০২০ থেকে শুরু হওয়া লকডাউনে নেদারল্যান্ডসে প্রতিটি বাড়িতে তিন জন অতিথি যাওয়ার অনুমতি ছিল। তবে প্রত্যেকের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। একে তারা 'ইন্টেলিজেন্ট' বা বুদ্ধিমান লকডাউন নাম দিয়েছিলেন। RIVM-এর বিজ্ঞানীরাই এমন নির্দেশিকা জারি করেছিলেন। তবে এমন পরিস্থিতিতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই নির্দিষ্ট করে একজন যৌনসঙ্গী বেছে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
[৪] কীভাবে বাড়িতে একসঙ্গে থাকা যায় দিনের পর দিন তা নিয়ে বলতে গিয়েই RIVM-এর বিজ্ঞানীরা জানান, 'একই মানুষের সঙ্গে যখন আপনি দীর্ঘ সময় কাটাচ্ছেন, শারীরিক ভাবে কাছে আসছেন তখন আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আপনারা নিজেরাই ঠিক করে নিন সেই সঙ্গী। এতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কম হবে।'
[৫] একইসঙ্গে RIVM-এর পরামর্শ, 'যদি আপনি সম্পর্কে থাকেন এবং আপনার পার্টনার যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা উপসর্গ থাকে, তাকে যদি কোয়ারানটিনে রাখতে হয় তখন যৌন সম্পর্ক বন্ধ রাখুন। প্রয়োজনে মাস্টারবেট করুন এবং যৌনতা সম্পর্কিত কথা বলে উপভোগ করুন। কিন্তু দূরত্ব বজায় রাখুন।'
[৬] লকডাউনের শুরুর দিকে সংক্রমণ ঠেকাতে ইউকে প্রশাসনও এমন নির্দেশিকা জারি করেছিল । সেখানকার চিফ মেডিক্যাল অফিসার বলেছিলেন, 'এই সময়টা একে অপরের পরীক্ষা করে দেখে নেয়া উচিত যে তাদের সম্পর্ক কতটা শক্তিশালী।' নেদারল্যান্ডসেও এমনই নির্দেশ দেয়া হয়েছে। নেদারল্যান্ডসে গত সোমবার থেকে খুলে দেয়া হয়েছে স্যালোঁ, বিউটি পার্লার। ১ জুন থেকে খুলবে রেস্তোরাঁ, বার ও সিনেমাহল।
আপনার মতামত লিখুন :