শিরোনাম
◈ সংকটে আওয়ামী লীগ, নেতাকর্মীদের দিলেন নতুন বার্তা ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা ◈ বিসিবির বিবৃতি, মাঠে মারামারি করায় ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ  ◈ সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে ড. ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে আরএসএফ ◈ ‌‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন’ ◈ পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিভি নাটকের শুটিং শুরুর সিদ্ধান্ত স্থগিত

ডেস্ক রিপোর্ট : [২] অনির্দিষ্টকালের জন্য আবারও টেলিভিশন নাটকের সকল শুটিং স্থগিত করা হয়েছে। টেলিভিশন নাটকের শুটিং শুরুর ঘোষণার পরদিনই করোনা পরিস্থিতির কারণে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হলো।

[৩] রবিবারর টেলিভিশন নাটকের সঙ্গে জড়িত আন্তঃসংগঠনগুলোর এক নোটিশে এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] নাসিম বলেন, করোনাকালে সরকারি সিদ্ধান্তের সাথে সমন্বয় করে আবার শুটিং চালু করা হবে। এরই মধ্যে যারা শুটিং শুরু করেছেন, তাদেরকে শুটিং দ্রুত শেষ করার অনুরোধ করেছেন নাসিম।

[৫] আন্তঃসংগঠনের নোটিশে বলা হয়, আমরা বর্তমান সময়ে শুটিং কার্যক্রম শুরু করার বিপক্ষে। যেহেতু সরকার দোকানপাট সীমিত আকারে চালু এবং লকডাউন শিথিল করায় আমরাও সাময়িক শিথিলতার পক্ষে অবস্থান নিয়েছিলাম।

[৬] কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করায় আন্তঃসংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের মতামত ও জোরালো দাবির প্রেক্ষিতে অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

[৭] নোটিশে আরও বলা হয়, দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাসহ সংগঠন সমূহের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুটিং কার্যক্রম স্থগিত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

[৮] এ প্রেক্ষিতে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট আন্ত সংগঠন আজ বিকেলে এক জরুরি সভায় মিলিত হয়ে সকলের মতামতের যৌক্তিকতা পর্যালোচনা করে সব ধরনের শুটিং কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

[৯] ইতোমধ্যে যারা শুটিং শুরু করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়।দেশ রূপান্তর, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়