শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে আটকিয়ে নিযার্তন; ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি : [২] জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করার অপরাধে নুরুজ্জামান নামে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে রুমে আটকিয়ে নিযার্তন করে ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

[৩] শনিবার দুপুরে ওই উপজেলার জাওরানী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবি ওই ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বাড়ি থেকে নিযার্তনের শিকার যুবক নুরুজ্জামানকে উদ্ধার করেন । এ সময় চেয়ারম্যানের বাড়ি থেকে ২৭০ পিচ ইয়াবাও উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক।

[৪] জানা গেছে, ওই এলাকার নবী হোসেনের পুত্র নুরুজ্জামান ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন এমন অভিযোগ তুলেন চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন। শনিবার দুপুরে চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ভাই মনজুর ও গ্রাম পুলিশ শামীম জাওরানী বাজার থেকে নুরুজ্জামানকে তুলে চেয়ারম্যানের বাড়ি নিয়ে যায়।

[৫] তাকে একটি রুমে আটকিয়ে রেখে হাত-পা বেঁধে নিযার্তন করেন তারা । তাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে তার কাছে ২৭০ পিচ ইয়াবা পাওয়া গেছে এমন নাটক তৈরী করে পুলিশ ও বিজিবি খবর দেয় চেয়ারম্যান মহির হোসেন । তার আগেই স্থানীয় লোকজন বিষয়টি পুলিশ ও বিজিবি’কে অবগত করেন। খবর পেয়ে হাতীবান্ধা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন চেয়ারম্যানের পুরো সাজানো নাটকের ঘটনা বলেন। তারা চেয়ারম্যানের এ সাজানো নাটকের প্রতিবাদ করেন। পরে পুলিশ ও বিজিবি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং চেয়ারম্যানের বাড়ি থেকে ২৭০ পিচ ইয়াবা উদ্ধার করেন। ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

[৬] স্থানীয়রা জানান, ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যানের বিপক্ষে কেউ গেলে তাকে বিভিন্ন কৌশলে আটক করে তার বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।

[৭] নির্যাতনের শিকার ওই যুবক নুরুজ্জামান বলেন, আমাকে মিথ্যা অভিযোগ তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন চেয়ারম্যানের লোকজন। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, গ্রাম পুলিশ ইয়াবাসহ ওই যুবককে আটক করেছে। তাকে নির্যাতন করা হয়নি।

[৮] হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নুরুজ্জামান নামে ওই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। পাশাপাশি চেয়ারম্যানের বাড়ি থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়