রাশিদ রিয়াজ : [২] চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে হুয়াওয়ের সেমিকন্ডাক্টর সরবরাহ যা মার্কিন সফ্টওয়্যার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রয়োজনীয় অংশ ছিল তা বন্ধ করে দেয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে অন্যান্য প্রযুক্তি পণ্য সরবরাহ বন্ধ করবে। গ্লোবাল টাইমস
[৩] বেইজিং এখন অবিশ্বস্ত তালিকায় মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ফেলবে এবং সাইবার নিরাপত্তা পর্যালোচনা ব্যবস্থা আরোপ সহ একচেটিয়া বিরোধী আইনের আওতায় আনবে। কোয়ালকম, সিসকো ও অ্যাপেলের বিরুদ্ধে চীন তদন্ত শুরু করবে। বিস্তারিত ব্যাখ্যা না পেলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীনা বিধিনিষেধের মুখোমুখি হতে পারে।
[৪] একই সঙ্গে চীন বোয়িং বিমান কেনা বন্ধ করে দিতে পারে। এবং তা হলে করোনাভাইরাসের কারণে বিশ্বের বৃহত্তম এই বিমান কোম্পানি এমনিতেই চরম লোকসানে রয়েছে এবং পরিস্থিতি আরো সংকটজনক হয়ে উঠবে বোয়িংএর জন্যে।
[৫] হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ আনার পর তা অস্বীকার করে আসছে চীন। এমনকি বিদেশি কোম্পনি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করছেও তাদের ক্ষেত্রেও হুয়াওয়ে যন্ত্রাংশ নিতে বিধি আরোপ করেছে যুক্তরাষ্ট্র।বিশেষ করে ফাইভ জি প্রযুক্তি সম্প্রসারণের সময় এ বাধা সৃষ্টি করে যুক্তরাষ্ট্র।
[৬] গত বছর ট্রাম্প প্রশাসন মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের সাথে ব্যবসা করতে নিষেধাজ্ঞা জারি করে।
আপনার মতামত লিখুন :