আরিফ হোসেন: [২] মুষ্টিমেয় কিছু শিশুর ক্ষেত্রে এটা নানাধরনের জটিলতা সৃষ্টি করেছে এবং কাউকে ইনটেনসিভ কেয়ার বা নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছে। নিউজ২৪
[৩] ব্রিটেনে আক্রান্ত হয়েছে শতাধিকের মত শিশু। ভাইরাস আক্রমণের পর একটু দেরি করে শরীরের প্রতিরোধক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার কারণে সম্ভবত এই উপসর্গ দেখা গেছে।
[৪] এটা খুবই বিরল একটি রোগ যার নাম কাওয়াসাকি ডিজিজ শক সিনড্রম। শরীরে আকস্মিক একটা আক্রমণের প্রতিক্রিয়ায় এই উপসর্গ। শিশুদের মধ্যে একইধরনের উপসর্গ দেখা গেছে স্পেন, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডসে।
আপনার মতামত লিখুন :