ওয়ালি উল্লাহ সিরাজ :[২] ব্রুস ক্যাম্পেবেল ৬৪ বয়সে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে অবসর গ্রহণ করেন। তার লক্ষ্যই সৃষ্টিশীল কাজ। ২০ বছর বয়সে ২৩ হাজার ডলার দিয়ে ১০ একর পাহাড়ি জমি ক্রয় করেছিলেন। এই বড় জমিতে তিনি একটি পুরান বিমান দিয়ে অনন্য একটি বাড়ি নির্মাণ করেন।
[৩] বয়স যতোই হোক, মনের দিক দিয়ে ক্যাম্পবেল এখনো যুবক। তার নেশাই হচ্ছে পুরোন কিছু থেকে নতুন কিছু তৈরি করা। বড় জমিটাকে নিজের বাড়ির জন্য ব্যবহার করার পরিকল্পনা করেন। যার নকশা অনন্য, পরিকল্পনাটাও সুন্দর। কিন্তু ক্যাম্পাবেল শুনতে পান কেউ একজন এমন বাড়ি তৈরি করেছেন।
[৪] ক্যাম্পাবেল তার পরিবকল্পনা করার প্রায় দুই দশক পর মিসিসিপির এক নাপিত, জোয়ান উসরের নাম শুনতে পান। তিনিও একটা বোয়িং-৭২৭ কে বাড়িতে পরিনত করেন। যার আগের বাড়িটা আগুনে পুরে গিয়েছিলো।
[৫] এটা দেখে ক্যাম্পাবেল চিন্তিত হন এবং তার পরিকল্পনা পরিবর্তন করেন।
আপনার মতামত লিখুন :