আসিফুজ্জামান পৃথিল : [২] হাজার হাজার বছর আগে একদল মানুষ বর্তমানে তাঞ্জানিয়া নামে পরিচিত দেশটিতে হাটতে বেড়িয়েছিলো। তারা এসময় কিছু পদচিহ্ন রেখে যায়। যা আমাদের প্রাচীণ মানুষদের সম্পর্কে জানতে সহায়তা করছে। এএফপি
[৩] ৫ থেকে ১৯ হাজার বছর আগে এই পদচিহ্নগুলো পড়েছিলো। সেখানে পাওয়া চিহ্নের সংক্যা ৪ শতাধিক।
[৪] আফ্রিকায় পাওয়া এটা মানুষের সবচেয়ে বড় গ্রæপের পদচিহ্ন। প্লাইস্টোনিসিক যুগের শেষ দিকে মানুষ কিভাবে জীবন যাপন করতো তার পরিষ্কার ছবি দিতে পারে এসব পদচিহ্ন। এমনকি তারা কিভাবে খাদ্য সংগ্রহ করতেও তাও জানা যেতে পারে।
[৫] পদচিহ্ন গবেষণার প্রধান গবেষক কেভিন হাতালা এএফপিকে বলেন, ‘এনগার সিরোর মতো নিদর্শণ আমাদের প্রাচীণ যুগের স্পষ্ট প্রতিচ্ছবি দেয়। মানসুষ কিভাবে চলাচল করতো আমরা তা জানতে পারি। এই ফসিল প্রমাণগুলো অনবদ্য। আগ্নেয় ছাইতে ৪০০ পদচিহ্ন সংরক্ষিত হয়ে যাওয়া কোনও সাধারণ ব্যাপার নয়।’