বিশ্বজিৎদত্ত : [২] খ্রিস্টান ধর্মাবালম্বি মরিয়ম এএফপিকে জানান,তিনি ইউক্রেনের যাত্রী বাহিবিমানে মিশাইল হামলার প্রতিবাদে একটি মিছিলে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য গত বছর ইউক্রেনের যাত্রীবাহী বিমানে ইরানের সেনাবাহিনীর মিশাইল হামলায় অনেক ইরানি মারা যান।
[৩] মরিয়ম জানান, তাকে বিচারের আগে ৪৬ দিন ইরানের বৃহত্তম মহিলা কারাগার কারচারে আটক রাখা হয়। সেখানে পানির কোন ব্যবস্থা নেই। অস্বাস্থ্যকর পরিবেশ। বন্দিদেও নিয়মিত নির্যাতন এমনকি ধর্ষন ও হত্যাও করা হয়।
আপনার মতামত লিখুন :