শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে মেডেল থেকে প্যাডেলে নেমে এসেছেন জাপানের সেরা তলোয়ার যোদ্ধা

ইয়াসিন আরাফাত : [২] ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রৌপ্য অর্জনকারী ২৯ বছর বয়সী রিও মিয়াকি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে এবং নগদ অর্থ ইনকাম করার জন্য এই পথ বেছে নিয়েছেন তিনি। বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাথলিটদের মতো তিনিও করোনাভাইরাসের কারণে নিজের প্রশিক্ষণের সময়সূচী বাতিল করতে বাধ্য হয়েছেন। হংকং পোস্ট, জাপান টুডে, এ এফ পি

[৩] এএফপি কে দেয়া এক সাক্ষাৎকারে মিয়াকি বলেছেন, "আমি দুটি কারণেই এই কাজটি শুরু করেছি -প্রথমত ভবিষ্যতের প্রতিযোগিতায় যাওয়ার জন্য অর্থের সাশ্রয় করা এবং নিজেকে শারীরিক ভাবে ফিট রাখা।

[৪] মিয়াকি জানান, লকডাউনের কারণে পর্যাপ্ত প্রশিক্ষন নিতে পারছেন না তিনি। ফলে নিজেকে ফিট রাখতে এই কাজ করছেন। তিনি বলেন, "আমি দেখছি ফোনে আমি কী পরিমাণ উপার্জন করছি, তবে নম্বরটি আমার পক্ষে কেবল অর্থ নয় আমাকে চালিয়ে যাওয়ার জন্য এটি একটি স্কোর।"

[৫] তিনি জানান" আমি জানি না কবে থেকে আবার প্রশিক্ষণ শুরু করতে পারবো বা কখন পরের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আমি এমনকি আমার মানসিক অবস্থা বা যা যা আমার অনুপ্রেরণা তাদের আরও এক বছর ধরে রাখতে পারবো কিনা। আমার সামন্য ভুলের জন্য আমাকে বাদ দেয়া হতে পারে। আমি চাইনা যোগ্যতার পরীক্ষায় আমি অকৃতকার্য হই। তবে এটা ঠিক আমি যখন সাইকেল নিয়ে পাহাড়ী আকাসাকা, রপপঙ্গী (শহরতলির) জেলার আশে পাশে রয়েছি তখন আমার একটা ভাল প্রশিক্ষণ হয়েই যায়" জানান তিনি।

[৬] ২০১৬ সালের রিও অলিম্পিক মিস করার পর গত বছর বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ১৩ তম স্থান অর্জন করেছিলেন জাপানের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের এই ফেন্সার বা তলোয়ার যোদ্ধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়