শিরোনাম
◈ সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন (ভিডিও) ◈ নির্বাচন যত দেরি হবে, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: তারেক রহমান (ভিডিও) ◈ সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় গেলে বিএনপি আরেকটি ‘আওয়ামী লীগে’ পরিণত হতে পারে ◈ হোয়াটসঅ্যাপ আনলো চমকপ্রদ ফিচার ◈ এক বছরেই ভোট চান ৬১.১ শতাংশ মানুষ, সংস্কার শেষে ৬৫.৯ শতাংশ ◈ বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা, : বড় পতনের পর সোনার দামে বড় লাফ ◈ রবিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বড় পরিবর্তন আসছে প্রাথমিকে, সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন ২০ হাজার পদ ◈ পিকনিক বাসে বিদ্যুতের তার, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাউথওয়াশ দিয়ে গার্গল করলে করোনাভাইরাস মরে যাবে, এই ধারণা থেকে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা

ইয়াসিন আরাফাত : [২] গবেষকরা বলছেন, করোনাজাতীয় অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে,  ৩০ সেকেন্ডের গার্গলেই চমৎকার ফল পাওয়া গেছে। তবে করোনার ক্ষেত্রে কতোটা কার্যকর হবে, তা যাচাইয়ে মাউথওয়াশে বিদ্যমান উপাদানগুলো আরোও পর্যালোচনা করা প্রয়োজন। ডেইলি মেইল, এক্সপ্রেস ইউকে, দ্যা সান

[৩] গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাউথওয়াশে সাধারণত কম পরিমাণে ইথানল, পোভিডোন-আয়োডিন এবং সিটেলপেরিডিনিয়াম এর মত উপাদান থাকে। এসব উপাদান সার্স-কোভ-২ ভাইরাসের লিপিড মেমব্রেনের কার্যকারিতা ব্যাহত করতে পারে।

[৪] কোভিড-১৯ রোগে প্রাথমিক পর্যায়ে সংক্রমণ হ্রাস করায় মাউথওয়াশ কতটুকু ভুমিকা রাখতে পারবে তা নির্ধারণ করতে বিজ্ঞানী দলটি মাউথওয়াশের বৈজ্ঞানিক গবেষণাগুলো পর্যালোচনা করেছেন।

[৫] ফাংশন জার্নালে প্রকাশিত এক রিভিউয়ে গবেষকরা লিখেছেন, আমাদের গবেষণায় হাইলাইট করা হয়েছে যে, নতুন করোনাভাইরাস সহ এ ধরনের অন্যান্য ভাইরাস নিয়ে ইতিমধ্যে প্রকাশিত গবেষণা সরাসরি এই ধারণাকে সমর্থন করে যে, গলার সংক্রমণ হ্রাস করার একটি সম্ভাব্য উপায় উদ্ভাবনে আরো গবেষণার প্রয়োজন। আমরা জানি না বিদ্যমান মাউথওয়াশগুলো সার্স-কোভ-২ এর লিপিড মেমব্রেনের বিরুদ্ধে সক্রিয় কিনা। তবে আমরা আশাবাদী। নতুন ভাইরাসটির বিরুদ্ধে মাউথওয়াশ ব্যবহারের সম্ভাবনা নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে গবেষণা করা দরকার।

[৬] মাউথওয়াশের রিভিউমূলক এই গবেষণাটি কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন, নটিংহাম ইউনিভার্সিটি, কেমব্রিজের বাব্রাহাম ইনস্টিটিউটের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়