শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাউথওয়াশ দিয়ে গার্গল করলে করোনাভাইরাস মরে যাবে, এই ধারণা থেকে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা

ইয়াসিন আরাফাত : [২] গবেষকরা বলছেন, করোনাজাতীয় অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে,  ৩০ সেকেন্ডের গার্গলেই চমৎকার ফল পাওয়া গেছে। তবে করোনার ক্ষেত্রে কতোটা কার্যকর হবে, তা যাচাইয়ে মাউথওয়াশে বিদ্যমান উপাদানগুলো আরোও পর্যালোচনা করা প্রয়োজন। ডেইলি মেইল, এক্সপ্রেস ইউকে, দ্যা সান

[৩] গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাউথওয়াশে সাধারণত কম পরিমাণে ইথানল, পোভিডোন-আয়োডিন এবং সিটেলপেরিডিনিয়াম এর মত উপাদান থাকে। এসব উপাদান সার্স-কোভ-২ ভাইরাসের লিপিড মেমব্রেনের কার্যকারিতা ব্যাহত করতে পারে।

[৪] কোভিড-১৯ রোগে প্রাথমিক পর্যায়ে সংক্রমণ হ্রাস করায় মাউথওয়াশ কতটুকু ভুমিকা রাখতে পারবে তা নির্ধারণ করতে বিজ্ঞানী দলটি মাউথওয়াশের বৈজ্ঞানিক গবেষণাগুলো পর্যালোচনা করেছেন।

[৫] ফাংশন জার্নালে প্রকাশিত এক রিভিউয়ে গবেষকরা লিখেছেন, আমাদের গবেষণায় হাইলাইট করা হয়েছে যে, নতুন করোনাভাইরাস সহ এ ধরনের অন্যান্য ভাইরাস নিয়ে ইতিমধ্যে প্রকাশিত গবেষণা সরাসরি এই ধারণাকে সমর্থন করে যে, গলার সংক্রমণ হ্রাস করার একটি সম্ভাব্য উপায় উদ্ভাবনে আরো গবেষণার প্রয়োজন। আমরা জানি না বিদ্যমান মাউথওয়াশগুলো সার্স-কোভ-২ এর লিপিড মেমব্রেনের বিরুদ্ধে সক্রিয় কিনা। তবে আমরা আশাবাদী। নতুন ভাইরাসটির বিরুদ্ধে মাউথওয়াশ ব্যবহারের সম্ভাবনা নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে গবেষণা করা দরকার।

[৬] মাউথওয়াশের রিভিউমূলক এই গবেষণাটি কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন, নটিংহাম ইউনিভার্সিটি, কেমব্রিজের বাব্রাহাম ইনস্টিটিউটের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়