জিএম মিজান : [২] বগুড়া শহরের পুরান বগুড়া এলাকায় প্রায় তিনমাস ধরে আটকে পড়া বেদে স¤প্রদায়ের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির বগুড়া জেলা পুলিশ। ৩৪টি বেদে পরিবারের দেড় শতাধিক নারী পুরুষ শিশু কর্মহীন হয়ে পড়া, প্রায় না খেয়ে দিনাতিপাত করছেন এমন সংবাদ মানবিক পুলিশ সুপার আলী আশরাফ ভ‚ঞা বিপিএম (বার) মহোদয়ের কাছে এলে তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে নির্দেশ দেন।
[৩] অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে তৎক্ষণাৎ মানবিক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ৩৪টি পরিবারের জন্য দুই সপ্তাহ চলার মতো খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেয়া হয়।
[৪] সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের পুরান বগুড়া এলাকায় বেদে স¤প্রদায়ের আবাসস্থলে গিয়ে মানবিক পুলিশ সুপার মহোদয়ের পক্ষে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
[৫] উলেখ্য কয়েকদিন প‚র্বে শেরপুর থানা এলাকায় অবস্থানরত ৩০টি বেদে স¤প্রদায়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী মানবিক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিতরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ