শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার অভাবে রোজ মৃত্যু হতে পারে হাজারেরও বেশি শিশুর! আশঙ্কা ইউনিসেফের!

মুসবা তিন্নি : [২] করোনা আবহে আতঙ্ক বাড়ল ইউনিসেফের আশঙ্কায়! সম্প্রতি ইউনিসেফ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, করোনার জেরে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োজনীয় পরিষেবা বা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। ফলে বিভিন্ন রোগ-ব্যাধীতে বিশ্বজুরে প্রতিদিন হাজারেরও বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

[৩] সম্প্রতি ‘ল্যান্সেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত প্রতিবেদনে ইউনিসেফের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ৬ মাসে বিশ্বের ১১৮টি দেশে পাঁচ বছরেরও কম বয়সী প্রায় ২.৫ মিলিয়ন (২৫ লক্ষ) শিশুর মৃত্যু হতে পারে। ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোর জানান, এই প্রথম সারা বিশ্বে এত শিশুর মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে।

[৫] এর পাশাপাশি ইউনিসেফের আশঙ্কা, করোনার জেরে বেহাল স্বাস্থ্য পরিষেবা, বিপর্যস্ত পরিকাঠামোর ফলে আগামী ছয় মাসে মৃত্যু হতে পারে ৫৬ হাজার ৭০০ জন মায়েরও।

[৬] এর আগে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, করোনার জেরে বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সব রকম পন্যের আমদানি-রফতানিও বন্ধ। ফলে বেশ কয়েকটি দেশে বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ। এর উপর অর্থনৈতিক সংকটের জেরে মানুষের কাছে নগদ অর্থের অভাব প্রকট হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির বেশির ভাগই ব্যস্ত করোনার চিকিৎসায়। ফলে সব মিলিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ও সার্বিক চিকিৎসা পরিষেবা।

[৭] ইউনিসেফ জানিয়েছে, ১১ই মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে গোটা বিশ্বে প্রায় ১৬ কোটি শিশুর জন্ম হবে। এর মধ্যে ভারতেই জন্মাবে প্রায় ২ কোটি শিশু। ইউনিসেফের আশঙ্কা, করোনার জেরে বিশ্ব জুড়ে মা ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা মারাত্মক ভাবে ব্যাহত হতে পারে। এতে বড়সড় জীবনের ঝুঁকি রয়েছে তাদের। তাই প্রতিটি দেশের সরকার ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক করে দিয়ে ইউনিসেফ জানিয়েছে, করোনা চিকিৎসার পাশাপাশি মা ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক ভাবে সচল রাখতে হবে। না হলে আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে গোটা বিশ্ব। সূত্র : জি নিউজ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়