আসিফুজ্জামান পৃথিল: [২] কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নৌবাহিনীর পাইলটদের এই অজানা উড়ন্ত বস্তুর মুখোমুখ হবার সংবাদ প্রকাশিত হয়েছিলো। পরে পেন্টাগন এর আংশিক ভিডিও প্রকাশ করে। সিএনএন, এনডিটিভি
[৩] বৃহস্পতিবার প্রতিরক্ষা ওয়েবসাইড দ্য ড্রাইভ তথ্য অধিকার আইনের প্রয়োগ করে পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করে এই কথিও ইউএফওর। এই ভিডিওকে আনক্লাসিফাউড ঘোষণা করেছে ওয়াশিংটন।
[৪] দ্য ড্রাইভ বলছে ২০১৩ সাল থেকে প্রায় ৫ বার এ ধরণের অচেনা উড়ন্ত বস্তুর মুখোমুখি হয়েছে মার্কিন নৌবাহিনী। সবগুলোই পূর্ব উপকূলে।
[৫] ভিডিওতে দেখা যায় অস্বাভাবিক আবারের রুপালি বস্তু উড়ছে মার্কিন যুদ্ধবিমানের আশেপাশে। এর কয়টি বেশ কাছেও চলে আসে।
আপনার মতামত লিখুন :