ইসমাঈল আযহার : [২] মিশরের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, রমজান মাসের শেষ দশক তথা বাকি দিনগুলোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মসজিদে তারাবি ও তাহাজ্জুদ নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবারে এই ঘোষণা দিয়ে তার বাস্তবায়ণ শুরু করেছে আল আজহার কর্তৃপক্ষ। আল আরাবিয়া
[৩] আল-আরবিয়া ডটকমের বরাত দিয়ে আল-আজহারের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারাবি ও তাহাজ্জুদ নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু মসজিদ কমিটি এবং আল আজহারের আলেমরা জামাতে অংশ গ্রহণ করবেন।
[৪] আধ্যাত্মিক পরিবেশ পরিবেশ ছড়িয়ে দিতে এই নামাজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে প্রচার করা হবে।
[৫] আল-আজহারের সিনিয়র স্কলার অথরিটি এক বিবৃতিতে বলেছে, বিশ্বজুড়ে করোনারভাইরাসের দ্রুত বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা জরুরি। মহামারীটির আরও বিস্তার রোধে জুমার নামাজসহ অন্যান্য সমস্ত নামাজ মসজিদে আদায় করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডাইলি এনতেখাব
[৬] মিশরীয় কর্তৃপক্ষ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য গত মার্চ মাস থেকে মসজিদে জুমার নামাজ ও জামাতে নামাজ নিষিদ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :