শিরোনাম
◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার ◈ কেনো অন্য দলের খেলায় ভারতের জাতীয় সংগীত বাজলো, পাকিস্তান ব্যাখা চাইলো আইসিসির কাছে ◈ বেনজীর এবং ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি করছিলো শেখ হাসিনা! (ভিডিও) ◈ খেলবেন না সাকিব, ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন ◈ একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে: সিইসি নাসির উদ্দিন ◈ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ (ভিডিও) ◈ ২০২৫ সালের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির 

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সানি লিওন অংশ নিলেন মুশফিকের ব্যাটের নিলামে

স্পোর্টস ডেস্ক : [২] তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ব্যাটই নিলামে তুলেছেন। অজানা যায, এই নিলামের উদ্দেশ্য কভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের সাহায্য করা। কিন্তু গতকাল যখন নিলাম চলছিল এর মধ্যে হঠাৎ তা বন্ধ করে দেওয়ার ঘোষণা করে কর্তৃপক্ষ। নিলামে ব্যাটের দর ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় নিলাম স্থগিত করা হয়েছে।

[৩] মুশফিকুর রহিমের ম্যানেজার বর্ষণ কবির বলেন, বিডিংটা যাতে ঠিক মতো না হয় এই জন্যে অনেকেই চেষ্টা করছে। মুশফিকুর রহিমের এই ব্যাট নিলামে কিনতে মোট ৫৩টি বিড জমা পড়েছে এবং সর্বোচ্চ যে বিড হয় সেটা ৪১ লাখ টাকা। মুশফিকুর রহিমের এই ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয় ৬ লাখ টাকা।

[৪] বাংলাদেশে এই প্রথম অনলাইন মাধ্যমে একটা নিলাম করা হয়েছে বলে জানান বর্ষণ কবির। এই নিলামের সাথে বাংলাদেশের একটি অনলাইন মঞ্চ পিকাবু থেকে এই বিডিং পরিচালনা করা হয়েছে। ৪০ মিনিটের মধ্যে যখন ২২ লাখ টাকা উঠে গেল, ঠিক তখন আমাদের টনক নড়ে যায়। এরপর আমরা বলে দেই যাতে কেউ ১০ হাজার টাকার ওপরে বিড না করে। - ক্রিকটাইম

[৫] তখন তারা দেখতে পান এখানে দুজন বিড করছে যার মধ্যে একজনের নাম ভারতের অভিনেত্রী সানি লিওনের নামে। তাকে বিড করতে দেখা গেছে তখন। মুশফিকুর রহিমের ম্যানেজার বর্ষণ কবির বলেন, এই ঘটনার পর মুশফিকের মন অনেকটা খারাপ হয়ে গেছে।

[৬] ১০ তারিখ থেকে শুরু হয়েছে মুশফিকের ব্যাটের বিডিং। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটের ঐতিহাসিক দাম এবং সব কিছু মিলিয়ে এই নিলামের আয়োজকরা এই নিলামকে খোলা রাখার সিদ্ধান্ত নেন যাতে যে কেউ বিড করতে পারে।

[৭] কবির বলেন, অনেকে আগে থেকে ক্রেতা ঠিক করে রাখে। আমরা সেই পথে আগাইনি। তবে এখনও আশাহত হইনি। আমরা উপমহাদেশের অনেক ক্রিকেট সংগ্রাহকের সাথে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন যে বিড করবেন নতুন করে। মুশফিকের ম্যানেজার বলছেন, খুব দ্রুত এসব সমস্যা কাটিয়ে আবারো নিলাম শুরু হবে। - কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়