শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাশ নেয়ার মতো শ্রেণীকক্ষ নেই স্কুলে: ব্রিটিশ শিক্ষক ইউনিয়ন

ইকবাল খান: [২] বিরোধী লেবার পার্টির ছায়া অর্থমন্ত্রী অ্যানিলিজ ডডস বলেছেন, তিনি এখন পর্যন্ত এমন কোন প্রমাণ পান নি যাতে তার ৬ বছরের সন্তানকে স্কুলে পাঠিয়ে স্বস্তি বোধ করতে পারেন। মেইলঅনলাইন,বিবিসি।

[৩] তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শিক্ষার্থিদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

[৪] ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন(এনইইউ) তার সদস্যদের সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘোষিত জুনে স্কুল খুলে দেয়ার পরিকল্পনার সঙ্গে নিজেদের যুক্ত না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

[৫] দেশটির প্রধান শিক্ষকদের সংগঠন এনএএইচটি জুনে স্কুল খুলে দেয়ার পরিকল্পনাকে দায়িত্বজ্ঞানহীন আখ্যায়িত করে বলেছে, এভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব।

[৬] এনএএইচটি’র সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান জানান, আসল বিষয় হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাশ নেয়ার মতো পর্যাপ্ত শ্রেণীকক্ষ স্কুলগুলোতে নেই।

[৭] সোমবার ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন(এনইইউ) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ৮৫ শতাংশ শিক্ষক জুনে স্কুল খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিরুদ্ধে।

[৮] প্রধান শিক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি মনে করেন নিরাপত্তা নিশ্চিত না করা সম্ভব নয় তাহলে সরকারি নির্দেশ সত্তে¡ও স্কুল বন্ধ রাখার অধিকার তাদের রয়েছে।

[৯] প্রধানমন্ত্রীর ১ জুন স্কুল খুলে দেয়ার সিদ্ধান্তের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্যাটিক রোচ সোমবার বিবিসিকে বলেন, সরকার একটা তারিখ ঘোষণা করেছে অথচ তারা এখন পর্যন্ত কোন পরিকল্পনা প্রকাশ করে নি কিভাবে স্কুলগুলোকে জীবাণুমুক্ত করে নিরাপদ করা হবে এবং শিক্ষার্থি ও স্কুল কর্মিদের স্বাস্থ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়