শিরোনাম
◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ ◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায়? রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’ ◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি: [২] বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে সাধারণ মানুষের জ্বর-সর্দি ও কাশিসহ নানা রোগের চিকিৎসা সেবা, ফ্রি ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম।

[৩] মঙ্গলবার (১২ মে) রাজশাহী নগরের পাঠানপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে এলাকার লোকজন গিয়ে চিকিৎসা সেবা নেন।

[৪] চিকিৎসা কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে রাজশাহীতে সপ্তাহে একদিন সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করে জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। এ ছাড়াও যারা জটিল রোগে আক্রান্ত তারা কোথায় কিভাবে চিকিৎসা নিতে পারবেন সে ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের করোনাভাইরাস নিয়ে সচেতন করাসহ হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে।

[৫] তারা জানান, কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা, তা প্রাথমিকভাবে পরীক্ষা করছে সেনাবাহিনীর প্রশিক্ষিত মেডিকেল টিম। সামাজিক দূরত্ব নিশ্চিত রেখে প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করছেন। এরপর বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন সাধারণ মানুষকে।

[৬] এদিকে, সেনাবাহিনীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। তারা জানান, খবর পাওয়ার পর সেনাবাহিনীর মেডিকেল কেন্দ্রে তারা আসেন। জ্বর-সর্দি-কাশি থাকার কথা তাদেরকে বললে, তারা ভালভাবে দেখে চিকিৎসা দিয়েছে। সেই সাথে ওষুধও দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়