সাইদ রিপন : [৩] করোনা পরিস্থিাতির কারণে আগামী অর্থবছরে এডিপির আকার আগের বছরের তুলনায় তেমন বাড়েনি। এর আগে গত পাঁচ অর্থবছরে প্রতিবছরই মূল এডিপির আকার ১১ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবার নতুন এডিপিতে টাকার পরিমাণ না বাড়ায় কম বৃদ্ধি পাচ্ছে এবারের এডিপির আকার।
[৪] পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের মূল এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। এবার এডিপির আকার কম বৃদ্ধির দিক থেকে এবারের আকারটি রেকর্ড করেছে। কাক্ষিত হারে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় অবশ্য চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা করা হয়েছে।
[৫] পরিকল্পনা কমিশন জানায়, নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ ৩১ হাজার ১৩১ কোটি টাকা, সড়ক বিভাগ ২৪ হাজার ৮২৫ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ২৪ হাজার ৮০৩ কোটি টাকা, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি মিলিয়ে শিক্ষায় ২১ হাজার ২৪২ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৭ হাজার ৩৮৮ কোটি টাকা, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ ১২ হাজার ৪৯৬ কোটি টাকা, রেল বিভাগ ১২ হাজার ৪৯১ কোটি টাকা ও পানি সম্পদ মন্ত্রণালয় পাচ্ছে ৬ হাজার ২৬৯ কোটি টাকা।
[৬] এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের আর্থিক চাপ আছে, অনেকগুলো অন্নয়ন ব্যয় করতে হবে। রাজস্ব আদায় ও রেমিটেন্স এ বড় দুটি খাতই হুমকির মধ্যে আছে। প্রয়োজনীয় প্রকল্পগুলো ছাড়া অন্যান্য প্রকল্পতে অর্থের পরিমাণ খুবই কম বা বন্ধ রাখা হবে। এজন্যই এবারের এডিপির আকার কমে হয়েছে।
আপনার মতামত লিখুন :