শিরোনাম
◈ ২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, স্বীকার করল যুক্তরাষ্ট্র ◈ যে কারনে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করলেন তিনজন ◈ আদানি পাওয়ারের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চান রাজনীতিবিদরা  ◈ কর্মক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও নীতি-নৈতিকতাও কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টার ◈ শিক্ষকদের মানোন্নয়নে বাংলাদেশকে সাড়ে ৩৮ কোটি টাকা দেবে জাপান ◈ চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ : সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত: হাইকোর্ট ◈ শেখ হাসিনা ও মঈন ইউসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ◈ এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজদায়িত্বে নাও ফিরতে পারেন রানী এলিজাবেথ

ডেস্ক রিপোর্ট : [২] রানি দ্বিতীয় এলিজাবেথ আর কখনো ব্রিটেনের রাজকীয় দায়িত্বে নাও ফিরতে পারেন। এ তথ্য দেশটির প্রভাবশালী ট্যাবলয়েড পত্রিকা দ্য সান।

[৩] কোভিড-১৯ রোগে ইংল্যান্ডে মৃত্যু কিংবা আক্রান্ত না কমলেও বুধবার থেকে লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। এমন পরিস্থিতিতে রানি কবে প্রকাশ্যে আসবেন, তা অনিশ্চিত। গুঞ্জন চলছে, তিনি রাজকীয় দায়িত্বে না ও ফিরতে পারেন। রাজপরিবারের জীবনী লেখক অ্যান্ড্রু মর্টন বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে রানি হয়তো আর দায়িত্বে ফিরতে পারবেন না। তার সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত আসতে পারে। ব্রিটিশরা এখন তাকে টিভিতে দেখতে পছন্দ করেন।’

[৪] প্রসঙ্গত, মা রানি এলিজাবেথ দ্য কুইন মাদারের মৃত্যুর পর ১৯৫২ সালে যুক্তরাজ্যের সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় আসীন থাকা ব্যক্তি। তবে, ৬৮ বছরের রাজকীয় ক্ষমতাকালে এই প্রথম এতদিন তিনি দায়িত্বের বাইরে।

[৫] ৯৪ বছর বয়সী রানী যুক্তরাজ্যে করোনাভাইরাস সঙ্কট অব্যাহত থাকাকালীন তার উইন্ডসর ক্যাসলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ বছরে প্রথমবারের মতো এই গ্রীষ্মে বাকিংহাম প্যালেস জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

[৬] সানডে টাইমস জানিয়েছে যে, রানীর শরৎকালীন কার্যক্রমের পঞ্জিকাটিও বন্ধ রয়েছে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকাতে তার রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা ছিল, তবে এখনো সেবিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি। ব্রিটিশ এবং কমনওয়েল্থ সামরিক বাহিনীর রেজিমেন্টের কালার ট্্রæপিং, গার্টার সার্ভিসের অর্ডার এবং তার গ্রীষ্মের বাগানের পার্টিসহ সমাবেশগুলি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তবে, রয়েল অ্যাসকোট যেটিতে তিনি বার্ষিকভাবে অংশ নেন, তা যদি অনুষ্ঠিত হয় কেবল প্রাসাদের অভ্যন্তরেই হবে।

[৭] উল্লেখ্য, রানী সম্প্রতি ২বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। গত ১৯ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন রানী। সূত্র : দ্য সান,ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়