শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধান কেনার তালিকা তৈরিতে অনিয়ম নেত্রকোনায়

সময় টিভি : [২] নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় লটারির মাধ্যমে কৃষকের তালিকা করার পরেও মৃত ব্যক্তির নাম থাকা সহ নানা অভিযোগ উঠায় দুই কৃষি কর্মকর্তাকে শোকজ করেছে বলে জানান উপজেলা প্রশাসন। সেইসাথে তালিকা প্রকাশ করা এবং চাল কেনা বন্ধ রয়েছে।

[৩] খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, তালিকায় বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পেয়েই আমরা দুজন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে শোকজ করেছি। সদর ইউনিয়নের ও মেন্দিপুর ইউনিয়নের। আপাতত আমরা ওই লিষ্ট প্রকাশ করা এবং ধরে ধান কেনা বন্ধ রেখেছি। হয়তো নতুন করে আবার করবো। নয়তো ওয়েটিং লিষ্টে যারা ছিলেন তাদের থেকে নেবো। এদিকে খালিয়াজুরি উপজেলা কৃষি কর্মকতা মো. হাবিবুর রহমান বলছেন, একজনকে শোকজ করা হয়েছে। শোকজ তো আমি করেছি। দুজনকে কিভাবে করা হয়েছে আমার জানা নেই। সদর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শহীদুল্লাহ তার নাম।

[৪] উল্লেখ্য, গত ৭ মে ধান ক্রয় কমিটির উদ্যোগে খালিয়াজুরি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রায় ১১ হাজার কৃষকের নাম লিখে একটি লটারি হয়। লটারির মাধ্যমে ১৭শ ৩৯ জন কৃষকের নাম রেখে চূড়ান্ত তালিকা করা হয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিক টন ধান কেনা হবে বলে। কিন্তু চূড়ান্ত ওই তালিকায় প্রকৃত কৃষকের নাম না থেকে মৃত এবং এলাকায় নেই ও চাষাবাদ না করা অসংখ্য লোক, সরকারি চাকরিজীবির নাম ওঠে আসে। যার কারণে এলাকায় কৃষকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। খালিয়াজুরীর ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ ক্ষুব্ধ হয়ে জানান, কৃষি বিভাগ মাঠে না গিয়ে ঘরে বসে তালিকা তৈরী করার এটি একটি অন্যতম আলামত। আইরিন ফাতেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়