শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত নন জাভেদ ওমর, জানালেন সুস্থ আছেন

ডেস্ক রিপোর্ট : [২] জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভ আড্ডায় হাবিবুল বাশার সুমন কথায় কথায় জানান, জাভেদ ওমরের করোনা পজেটিভ। তবে খোঁজ নিয়ে জানা গেছে সুস্থ আছেন এই সাবেক ক্রিকেটার। তিনি জানিয়েছেন, তাঁর জাতীয় দলের সাবেক সতীর্থের সঙ্গে কথার ভুল বুঝাবুঝির কারণে এমন তথ্য ছড়িয়েছে।

[৩] তামিমের নিয়মিত লাইভ আড্ডায় আজ (১০ মে) যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক। অনলাইন লাইভ আড্ডায় ছিলেন হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দূর্জয়। সেখানে জাভেদ ওমরকে নিয়ে কথা বলার এক পর্যায়ে সঞ্চালক তামিম, সুজন ও দূর্জয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘জাভেদ ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। আজই আমি জানলাম। আমাকে এই তথ্য নিশ্চিত করেছেন সুমন ভাই।’

[৪] হাবিবুল বাশার সঠিকভাবে কিছু না বলতে পারলেও জানান, ‘তাঁর করোনার উপসর্গ ছিল। গত ২-৩ দিন ধরে কিছু লক্ষণ দেখা যাচ্ছিলো। আজ আমার সাথে কথা হয়েছে। বলেছে পজেটিভ। যদিও সে ঘরের বাইরে বেরুতো না।’

[৫] পরবর্তীতে একটি অনলাইন গণমাধ্যম খোদ জাভেদ ওমরের কাছ থেকে এ খবরের সত্যতা যাচাই করে। জাবেদ ওমর গণমাধ্যমটিকে জানান, ভুল বুঝাবুঝিতে এই কথার সৃষ্টি। তবে জানিয়েছেন, তাঁর জ্বর ছিল হালকা। তখন সুমনের সাথে কথা বলার সময় তিনি তাঁর সতীর্থকে বলেন, ‘পজেটিভ থাকতে হবে তাকে।’ আর এখানে তাঁর সাবেক সতীর্থ ভুল বুঝেছেন বলে মনে করেন জাভেদ। আর তাই হয়ত বলেছে, করোনায় পজেটিভ। তবে পুরোপুরি সুস্থ আছেন জাভেদ ওমর, নিশ্চিত করেছেন তিনি।

[৬] ৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পক্ষে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত। ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে। ১ সেঞ্চুরি, ৮ ফিফটিতে টেস্টে জাভেদ ওমর বেলিমের রান ১৭২০। ওয়ানডেতে ১০ ফিফটির মালিক জাভেদ ওমর করেছেন ১৩১২ রান।

সূত্র-রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়