শিরোনাম
◈ বনশ্রীতে ‘স্বর্ণ ব্যবসায়ীকে’ গুলি করে পালাল দুর্বৃত্তরা (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত নন জাভেদ ওমর, জানালেন সুস্থ আছেন

ডেস্ক রিপোর্ট : [২] জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভ আড্ডায় হাবিবুল বাশার সুমন কথায় কথায় জানান, জাভেদ ওমরের করোনা পজেটিভ। তবে খোঁজ নিয়ে জানা গেছে সুস্থ আছেন এই সাবেক ক্রিকেটার। তিনি জানিয়েছেন, তাঁর জাতীয় দলের সাবেক সতীর্থের সঙ্গে কথার ভুল বুঝাবুঝির কারণে এমন তথ্য ছড়িয়েছে।

[৩] তামিমের নিয়মিত লাইভ আড্ডায় আজ (১০ মে) যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক। অনলাইন লাইভ আড্ডায় ছিলেন হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দূর্জয়। সেখানে জাভেদ ওমরকে নিয়ে কথা বলার এক পর্যায়ে সঞ্চালক তামিম, সুজন ও দূর্জয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘জাভেদ ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। আজই আমি জানলাম। আমাকে এই তথ্য নিশ্চিত করেছেন সুমন ভাই।’

[৪] হাবিবুল বাশার সঠিকভাবে কিছু না বলতে পারলেও জানান, ‘তাঁর করোনার উপসর্গ ছিল। গত ২-৩ দিন ধরে কিছু লক্ষণ দেখা যাচ্ছিলো। আজ আমার সাথে কথা হয়েছে। বলেছে পজেটিভ। যদিও সে ঘরের বাইরে বেরুতো না।’

[৫] পরবর্তীতে একটি অনলাইন গণমাধ্যম খোদ জাভেদ ওমরের কাছ থেকে এ খবরের সত্যতা যাচাই করে। জাবেদ ওমর গণমাধ্যমটিকে জানান, ভুল বুঝাবুঝিতে এই কথার সৃষ্টি। তবে জানিয়েছেন, তাঁর জ্বর ছিল হালকা। তখন সুমনের সাথে কথা বলার সময় তিনি তাঁর সতীর্থকে বলেন, ‘পজেটিভ থাকতে হবে তাকে।’ আর এখানে তাঁর সাবেক সতীর্থ ভুল বুঝেছেন বলে মনে করেন জাভেদ। আর তাই হয়ত বলেছে, করোনায় পজেটিভ। তবে পুরোপুরি সুস্থ আছেন জাভেদ ওমর, নিশ্চিত করেছেন তিনি।

[৬] ৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পক্ষে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত। ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে। ১ সেঞ্চুরি, ৮ ফিফটিতে টেস্টে জাভেদ ওমর বেলিমের রান ১৭২০। ওয়ানডেতে ১০ ফিফটির মালিক জাভেদ ওমর করেছেন ১৩১২ রান।

সূত্র-রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়