শিরোনাম
◈ এককভাবে ইজতেমা আয়োজনের ঘোষণা, কাকরাইল মসজিদ জুবায়েরপন্থিদের নিয়ন্ত্রণে ◈ চিন্ময় দাসের আইনজীবী চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার (ভিডিও) ◈ (১৯ ডিসেম্বর)  ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ও স্বর্ণের দাম ◈ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু ◈ গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ◈ ‘অস্ত্র’ হাতে মাদ্রাসায় বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা যা জানা গেল... ◈ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ ◈ মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে: হাজী সেলিম পুত্র (ভিডিও) ◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় 

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেও মোরেলগঞ্জে প্রতিবেশীর মৎস্য ঘের বসতবাড়ির জমি দখলে মরিয়া

বাগেরহাট প্রতিনিধি: [২] বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেও বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মোঃ কামরুল আহসান আকন (৬০) এর একটি মৎস্য ঘের ও বসতবাড়ির জমি প্রতিবেশী কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।

[৩] প্রাপ্ত অভিযোগ ও সরেজমিনে জানা যায়, নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মোঃ কামরুল আহসান আকনের ১১২ নং গুয়াতলা ৫৮ শতক বসতবাড়ি এবং ১ একর ১১ শতকের মৎস্য ঘের জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে।

[৪]  প্রতিবেশী আব্দুস সাত্তার এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে খোড়া দেলোয়ার( ৫৫) তার জামাতা গাড়ী চালক শরীফুল ইসলাম(৩০), ভায়রা আঃ সোবাহান হাওলাদার (৬০) মজলু শেখের ছেলে আলমগীর শেখ (৪৫) ভাড়াটে মাস্তানসহ সঙ্গীয় দুর্ধর্ষ দাঙ্গাবাজ একটি চক্র এই দখল কাজে জড়িত বলে জানা গেছে।

[৫] কামরুল আহসান একটি কোম্পটানীর মার্কটিং ম্যানেজার এবং একমাত্র ছেলে ঢাকায় অধ্যয়ন রত। ফলে তার তার স্ত্রী অধিকাংশ সময় একাকী বাড়িতে থাকে। উল্লেখিত বিবাদীরা তার পার্শ্ববর্তী বাসিন্দা। বিবাদীরা বিভিন্ন মামলার এজাহার নামীয় আসামী। আলমগীর শেখ একটি হত্যা মামলার আসামী এবং চিহ্নিত চাঁদাবাজ।

[৬] কামরুল আহসান জানান, উল্লেখিত প্রতিবেশি দাঙ্গাবাজরা আমার বসত বাড়ির জমি জমা এবং বিলান সম্পত্তির আইল সীমানা লঙ্ঘন করে গায়ের জোরে এবং সন্ত্রাসী উপায়ে জবর দখল করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার হামলা, গন্ডোগোল সৃষ্টিসহ নানা প্রকার সন্ত্রাসীমূলক কর্মকান্ড এবং উপর্যুপরি ভয়ভীতি ও জীবন  নাশের হুমকি  প্রদর্শন করে আসছে। গত ৭ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেশি দেলোয়ার হোসেন এবং তার জামাতা শরীফুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র আমার বসতবাড়ির পূর্ব পাশের সীমানা লংঘন করে আমার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক রান্নাঘর এবং কাঠের ঘর নির্মাণ কার্যক্রম শুরু করে।

[৭] এ ঘটনায় কামরুল আহসান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়