শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ব্যস্ত আইন-শৃঙ্খলা বাহিনী, সুযোগ নিচ্ছে অস্ত্র ব্যবসায়ীরা

ইসমাঈল হুসাইন ইমু : [২] লকডাউনের সুযোগে সীমান্ত দিয়ে নানা কৌশলে দেশে ঢুকছে অস্ত্রের চালান। সীমান্ত এলাকার আশপাশের ছোট অস্ত্র কারখানার বড় বাজার এখন বাংলাদেশ। উত্তরার খালে বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের পর ওইসব অস্ত্রে উৎপাদনকারি কারখানার সন্ধান মিললেও তা শনাক্ত হয়নি দীর্ঘ দিনেও।

[৩] গতমাসের শেষের দিকে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কয়লাবাড়ি এলাকায় ট্রাক টার্মিণাল আব্দুর রহিম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

[৪] এর আগে ঢাকা মহানগর পুলিশের মুগদা থানা পুলিশ খিলগাঁও থানা এলাকায় গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তারিক নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

[৫] গত ৩১ জানুয়ারি রাঙামাটিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন-মোহাম্মদ হোসেন ও মমতাজ আহমেদ। এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ১০৯টি সীসাবল উদ্ধার করা হয়।

[৬] সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালানের অন্যতম রুট হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা ব্যবহার করছে অস্ত্র ব্যবসায়ীরা। এছাড়া সিলেটের গোয়াইনহাট সীমান্তকে চক্রটি ব্যবহার করছে।

[৭] অপর একটি সূত্র জানায়, সীমান্তের নদী পথেও অস্ত্রের চালান আসছে। সীমান্তের ওপার থেকে প্লাস্টিকের ব্যাগে ভাসিয়ে দেয়া হয় অস্ত্রের চালান। এরপর নদীর পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকে পড়ে। যশোর সীমান্ত এলাকায় এধরণের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে বলে জানা গেছে।
[৮] গোয়েন্দা সূত্র জানায়, অবৈধ অস্ত্র দেশের যশোরের দর্শনা, বেনাপোল, সাতক্ষীরার শাঁকারা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লাসহ প্রায় ৩০টি রুট দিয়ে আমদানি করা হয়। বিভিন্ন পণ্যের গাড়িতে করে এসব অস্ত্র আমদানি হয়। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে আমদানি করা হয়ে থাকে। কারও কাছে স্প্রিং বা ট্রিগার, কারও কাছে শুধুই নল। এভাবেই নানা কৌশলে আমদানি করা হয় অবৈধ অস্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়