শিরোনাম
◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ◈ পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার ভেষজ ওষুধ আবিষ্কারের দাবি আফ্রিকার দেশ মাদাগাস্কারের

মহসীন কবির : [২] নিজস্ব ভেষজ পদ্ধতিতে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে আফ্রিকার দেশ মাদাগাস্কার। মহাদেশের কয়েকটা দেশ এরিমধ্যে সেটা ব্যবহারের উদ্যোগও নিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ওষুধটি আসলেই কাজ করে কি-না তা প্রমাণিত না। ডিবিসি টিভি

[৩] মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা, গেল মাসে এক সংবাদ সম্মেলনে নিজেই খেয়ে উদ্বোধন করেন করোনার একটি ওষুধ। দেশটি দাবি করছে, দুইজনের শরীর থেকে ভাইরাসের সংক্রমণ দূর করার পরই সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেণ্ট।

[৪] মালাগাসি ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড রিসার্চের তৈরি ওই ওষুধের নাম দেয়া হয়েছে 'কোভিড নাইন্টিন অরগানিক্স'। এরই মধ্যে এই ওষুধের বাজারজাত শুরু হয়েছে। পার্শ্ববর্তী দেশ তানজানিয়া নিয়েছে ওষুধটির প্রয়োজনীয় ডোজ। গিনি বিসাউন নিয়েছে ১৬ হাজার ডোজ। তারাই পশ্চিম আফ্রিকার ১৪ দেশে সরবরাহ করবে।

[৫] তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী পালামাগামবা কাবুডি বলেন, মাদাগাস্কারের মানুষকে আমি বলব, আপনারা আফ্রিকানদের গর্বিত করেছেন। কারণ একটি বৈশ্বিক সমস্যার সমাধান দিয়েছেন। এর আগে যেটা কেবল ইউরোপই করেছে।

[৬] তানজানিয়া ছাড়াও আফ্রিকার আরো ছয়টি দেশ এরইমধ্যে পেয়েছে কোভিড নাইন্টিন অরগানিক্সের হাজারখানেক ডোজ। মাদাগাস্কার জানিয়েছে, প্রতি বোতল ওষুধ ৪০ ইউএস সেন্টসে বিক্রি করা হচ্ছে।

[৭] মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী ডিজেকোবা টএহিন্ড্রাজানারিভেলো বলেন, এটা নিয়ে অনেক সন্দেহ এবং অভিযোগ আছে। আমরা একটি বৈশ্বিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি। জীবন বাঁচাতে চাইছি। এটাকে গ্রহণ করা কিংবা না করা সম্পূর্ন তাদের ব্যাপার।

[৮] বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে, ওষুধটি কোভিড নাইন্টিন প্রতিরোধে কাজ করে কি-না, তা মোটেও প্রমাণিত নয়। তাই এর ভরসায় অসতর্ক হলে সংক্রমণ হয়ে যেতে পারে নিয়ন্ত্রণহীন। অবশ্য মাদাগাস্কারের দাবি, এই ওষুধ ক্ষতিকর নয়। মাদাগাস্কারে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২৫ জন। মৃত্যু হয়নি কারো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়