শিরোনাম
◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সাবেক সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভয়াবহতার মধ্যেই গ্রেপ্তার হলেন আরেক জ্যেষ্ঠ সৌদি রাজপুত্র: হিউম্যান রাইট ওয়াচ

লিহান লিমা: [২] মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শনিবার এক বিবৃতিতে বলেছে, প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহের পুত্র প্রিন্স ফয়সাল বি আবদুল্লাহ আল সৌদকে গত মার্চের শেষের দিকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। পরিবার তার কোনো খ্যবরাখবর পাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। আল জাজিরা, আল আরাবিয়া
২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে রিয়াদের বিলাসবহুলা হোটেলে অন্য অনেক রাজপুত্র, মন্ত্রী ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে তাকে আটক করা হয়েছিল। কিন্তু ২০১৭ সালের শেষ দিকে তিনি ছাড়া পান।

[৩] সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, প্রিন্স ফয়সালকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন তিনি রিয়াদের উত্তরাঞ্চলের পারিবারিক বাসভবনে সেলফ আইসোলেশনে ছিলেন। সংস্থাটি আরো জানায়, প্রিন্স ফয়সাল কোথায় কি অবস্থায় আছেন জানা যায় নি। ২০১৭ সালের ডিসেম্বর থেকে প্রকাশে রাজপরিবারের কোনো সমালোচনা করেন নি প্রিন্স ফয়সাল। তিনি হৃদরোগী হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে পরিবার উদ্বিগ্ন বলে খবরে জানানো হয়েছে।

[৪] এর আগে গত মার্চে বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল্লাহ ও সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। ২০১৭ সালে প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে যুবরাজ পদে অভিষেক হয় সালমানের। পরবর্তী বাদশাহ হওয়ার পথ প্রশস্ত করতে সালমান শতশত রাজপুত্রকে বন্দি করছেন ও রাজপরিবারের মধ্যে নিজের প্রতি আনুগত্য আনতে চাইছেন।

[৫] হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক মাইকেল পেজ বলেন, কোনো ধরনের আইনি ভিত্তি ছাড়াই সৌদিতে আটক শত শত প্রিন্সের তালিকায় ফয়সালও যুক্ত হলেন।

[৬] মানবাধিকার গোষ্ঠিগুলো দেশটিতে শত শত মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মীদের গ্রেপ্তার ও ইয়ামেন যুদ্ধের ধ্বংসযজ্ঞের তীব্র সমালোচনা করে আসছে। ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয় রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাসোগজিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়