মাসুদ রানা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার এক প্রাক্তন সহপাঠী ঢাকাতে শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে একজন উদ্যোক্তা। তিনি আমাকে বেশ কয়েকবার এবং আজও আবার প্রস্তাব করেছেন বাংলাদেশি ইংরেজি শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ Zoom-এর মাধ্যমে সুলভে Online English Language Course চালু করার। আমি নিশ্চিত নই ঋবব দিয়ে Online English Language Course-এ ভর্তিচ্ছুর সংখ্যা কেমন হতে পারে। আসলেই কি এর কোনো চাহিদা আছে? যদিই সত্যিই এর ডিমান্ড থাকে, আমি একটি অনলাইন English for Bengalis (EfB) কোর্স ডিজাইন করতে পারি। পুনশ্চ : পাঠকদের কাছ থেকে মন্তব্য আশা করছি। ০৭/০৫/২০২০, ল-ন, ইংল্যা-
আপনার মতামত লিখুন :