মহসীন কবির : [২] কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত নুর মোহম্মদ ও রফিক মাদক ব্যবসায়ী। ডিবিসি টিভি
[৩] পুলিশ জানায়, মাদক পাচারের খবরে ঘটনাস্থলে যায় তারা। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
[৪] ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন।
আপনার মতামত লিখুন :