বিশ্বজিৎ দত্ত : [২] ইউরোপীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, চাঁদে কোন নির্মাণকাজ করতে গেলে পৃথিবী থেকে মালামাল নিয়ে যেতে হয়। যা অতন্ত্য ব্যায় সাপেক্ষ। কিন্তু মুত্র ব্যবহার করলে তা হবে সাশ্রয়ি। পৃথিবীর উপাদানের প্রয়োজনিয়তা হ্রাস করবে।
[৩] চাঁদের উপরিভাগে এক ধরনের গুড়া মাটি পাওয়া যায়। ইউরিয়া ও হাইড্রোজেন চাঁদের মাটির জৈবযোগ ভেংগে দিতে পারে। মুত্রে ইউরিয়া ও হাইড্রোজেন একসঙ্গেই রয়েছে। চাঁদের মাটিতে মূত্র মিশালে তা কংক্রিটে পরিনত হবে। তার জন্য আর পানির প্রয়োজন হবে না।
[৪] স্পেস এজেন্সির বৈজ্ঞানিকরা জানিয়েছেন, আগামীতে হয়তো মূত্র একটি বাণিজ্যিক উপপণ্য হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :