সিরাজুল ইসলাম: [২] সাতটি ছোট নৌকা থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত তাদের উদ্ধার করে ব্রিটিশ উপকূল রক্ষী বাহিনী। ফ্রেঞ্চ মেরিটাইম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রয়টার্স
[৩] জীবনের ঝুঁকি নিয়ে এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীরা ব্রিটেনে ঢোকার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে ব্রিটেন ও ফ্রান্সের সীমান্ত ও উপকূল রক্ষা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
[৪] ফ্রান্সের শরণার্থী ক্যাম্পের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা করছে। সেখানে তারা বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয় বলে জানিয়েছেন কেয়ার ফর কেলেইস চ্যারিটির প্রতিষ্ঠাতা ক্লেইরি মোসেলি।
[৫] কোভিড-১৯ নিয়ন্ত্রণে তিনি শরণার্থী শিবিরে শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, লোকগুলো বিশ্বের সব চেয়ে বিপদ সংকুল এলাকা পাড়ি দিতে চায়। তারা বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতেও পিছপা হয় না। কারণ নিরাপত্তার জন্য তাদের উদ্দেশ্য ব্রিটেনে যাওয়া।
আপনার মতামত লিখুন :