সিরাজুল ইসলাম: [২] করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল রাখতে এ বছর এ অর্থ ধার করতে হবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ানে ল্যাগারডে। শুক্রবার তিনি এ আশঙ্কার কথা জানান। রয়টার্স
[৩] ল্যাগারডে বলেন, ইউরো অঞ্চলে এ বছর জিডিপি হতে পাওে ৮ শতাংশ। ১০ শতাংশ জিডিপি করতে হলে সরকারগুলোকে আরও অর্থ বিনিয়োগ করতে হবে।
আপনার মতামত লিখুন :