শিরোনাম
◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতীক্ষার প্রহর গুনছেন হালদা নদী পাড়ের ডিম সংগ্রহকারীরা

মোহাম্মদ হোসেন,হাটহাজারী : [২] প্রতীক্ষার প্রহর গুনছেন হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা।গত বছরের চেয়েও
এবার বেশি ডিম সংগ্রহ করার আশা করছেন নদীর পাড়ের প্রায় ৪ শতাধিক ডিম সংগ্রহকারী। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদানদী।

[৩] বৃহস্পতিবার(৭ মে) পরিদর্শনকালে ডিম সংগ্রহকারীদের সাথে কথা হলে তারা জানায় ঝড়-বৃষ্টি ও পাহাড়ী ঢল দেখা দিলে মা-মাছ যে কোনো সময় ডিম ছাড়বে। এখন নদীতে প্রচুর মা-মাছ আনাগোনা দেখা যাচ্ছে বলে জানান ডিম সংগ্রহকারীরা।

[৪] কামাল সওদাগর জানায়,নদীতে প্রচুর মা-মাছ এসেছে মাছের খেলা চলছে নদীতে বড় বড় রুই কাতলা মাছ চোখে দেখা যাচ্ছে। পূণিমা শুরু হয়েছে যে কোন সময় মা-মাছ ডিম ছাড়বে। তিনি জানান,এবার প্রায় ৪ শতাধিক নৌকা প্রস্তুত রয়েছে নদীতে।

[৫] সবাই অপেক্ষা করছে ডিম সংগ্রহের জন্য। নদীতে এখনো মা-মাছের নমুনা ডিম পাওয়া যায়নি বলে উল্লেখ্য করে ডিম সংগ্রহকারী কামাল সওদাগর জানায়,কিছু লোক আছে তারা গোলা পানিতে মাছ শিকারে ব্যস্থ তবে তিনি স্বকিার করেন এখনো
মা-মাছ নমুনা দেখা যায়নি। প্রতি বছর বজ্রপাতসহ মৌসুমের প্রথম ভারী বর্ষণের সময় হালদায় ডিম ছাড়ে মা মাছ। মূলত এপ্রিলের শেষ বা মে মাসে বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে রুই, কাতলা, মৃগেল ও কালাবাউশ জাতীয় মা মাছ ডিম ছাড়ে হালদায়।

[৬] এ কারণে আগের তুলনায় বেশি ডিম এ রেণু পাওয়ার স্বপ্ন দেখছেন নদী পাড়ের ডিম সংগ্রহকারী এবং বিশেষজ্ঞরা।হাটহাজারী অংশে নদীর আজিমের ঘোনা, অংকুরি ঘোনা, রাম দাশ মুন্সীর ঘাট, সত্তারঘাট, মাছুয়া ঘোনা, মাদার্শা, কাগতিয়া, গড়দুয়ারাসহ বিভিন্ন অংশ থেকে ডিম সংগ্রহ করবেন।

[৭] হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানায়,পরিবেশ অনেকটা সুন্দর যদি বৃষ্টি হয় পাহাড়ী ঢল নামে তবে ডিম ছাড়বে মা-মাছ। তিনি প্রশাসনিক ভাবে ডিম সংগ্রহকারীদের সুবিধার্থে সব রকমের সহযোগিতা করে যাবেন বলে জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়