শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত জুড়ে লকডাউন, ১৭ দিনের সন্তান কোলে ৫০০ কিমি পথ হাঁটছেন মা

ইয়াসিন আরাফাত : [২] কোলে ১৭ দিনের সন্তান। খাবারও নেই। পায়ে ফোস্কা পড়ে গিয়েছে মহিলার। তবুও সন্তানকে নতুন পৃথিবী দেখাতে ও ক্ষুধার জ্বালায় বাড়ি ফিরতে মরিয়া ওই 'মাদার ইন্ডিয়া' হেটেছেন ৫০০ কিমি পথ । এই সময়, কোলকাতা ২৪, ইন্ডিয়া টাইমস

[৩] জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আচমকাই ভারত জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ মার্চ থেকে তিন দফায় ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। যার ফলে দেশটিতে বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল। পরিযায়ী শ্রমিকেরা নিজেদের বাড়ি ফিরতে না পারায় বিভিন্ন রাজ্যে অশান্তিও ছড়িয়েছে একাধিকবার। পথেই মৃত্যু হচ্ছে বহু মানুষের। এর মধ্যেই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুম্বইয়ে সন্তান জন্ম দেয়ার পর বাড়ি ফিরতে কোনও গাড়ি পাননি এক মা। ফলে পরিযায়ী শ্রমিকদের মতো তিনিই বাড়ি ফিরছেন পায়ে হেঁটেই।

[৪] মাত্র ১৭ দিন আগে সন্তানের জন্ম দেয়া ওই মা থাকেন মুম্বই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের বিধর্ভ এলাকায়। কিন্তু হাসপাতাল থেকে তাকে একটা গাড়িও ব্যবস্থা করে দেয়া হয়নি বাড়ি ফেরার জন্যে। তার পরিবারের লোকেরাও পারেননি লকডাউনের মধ্যে গাড়ির ব্যবস্থা করতে। ফলে পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন মা ও তার ১৭ দিনের সন্তান।

[৫] ওই মা ও তার সন্তান করোনা আক্রান্ত হননি। তাদের পরীক্ষা করা হয়েছিল বটে, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। এই পরিস্থিতিতেও হাসপাতাল কর্তৃপক্ষও তাদের একটা গাড়ির বন্দোবস্ত করে দেয়নি। মুম্বই পুলিশের কাছে নিজেদের গাড়িভাড়া করার জন্য অনুরোধ করা হলেও সেই অনুমতি মেলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়