শিরোনাম
◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ◈ পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক ◈ সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ◈ কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান কর্মসংস্থানের ঘাটতিতে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চাকরির বাজার

লিহান লিমা: [২] করোনা ভাইরাস মহামারীর কারণে যখন পুরো শিল্প খাত ও অনেক কর্মসংস্থান বিপর্যয়ের মুখে পড়েছে তখন ভবিষ্যতের ক্যারিয়ার হিসেবে আশা যুগিয়েছে কৃত্রিম বুদ্ধিমতায় (এআই) ক্যারিয়ার। সিএনবিসি

[৩] ইতোমধ্যেই মহামারী প্রতিরোধে এআই’কে কাজে লাগানো হচ্ছে। হাসপাতালগুলো রোগীদের ডায়াগনোসিস করতে কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করছেন, বিশ্বের বিভিন্ন দেশে কন্ট্রাক ট্রেসিং অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে এবং কোম্পানিগুলো বাসা থেকে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নিচ্ছে।

[৪] বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন জানায়, আমরা ধারণা করছি এ বছর বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চাকরি ১৬ শতাংশ বৃদ্ধি পাবে। উত্তর আমেরিকা, ইউরোপ ও ইন্ডিয়ার ৩ হাজার ২০০ ব্যক্তির ওপর চালানো সমীক্ষায় ৮৬ শতাংশ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কোনো পক্ষপাত ছাড়াই সিদ্ধান্ত নিতে সক্ষম।

[৫] আইবিএম এর ভাইস-প্রেসিডেন্ট রিতিকা গানার বলেন, ‘বর্তমানে সৃষ্ট এই অনিশ্চয়তার মধ্যে এআই’ ক্যারিয়ারের গ্রহণযোগ্যতা বেড়েছে। এই খাত বর্তমান চাকরির বাজারে নতুন সুযোগ উন্মোজন করবে। এবং যদি এটি মধ্যযুগের ধারণাকে অতিক্রম করতে পারবে তবে এই খাতে অনেক বেশি নারীর অংশগ্রহণ প্রয়োজন হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে বৈচিত্র ও সম অংশগ্রহণ নিশ্চিত করা।’

[৬] আইবিএম এর সমীক্ষায় উঠে আসে, ৮৫ শতাংশ এআই পেশাজীবী মনে করেন সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে অনেক বেশি বৈচিত্র ও সমতার সৃষ্টি হবে। যা প্রযুক্তি খাতের জন্য অনেক বেশি ইতিবাচক।

[৭] তবে আইবিএম’ এর প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে অনেক নারী এই পেশায় যোগ দিলেও পর্যাপ্ত সহায়তার অভাবে তারা প্রাথমিক শিক্ষাগত জীবনে ভবিষ্যতের জন্য এটিকে সুরক্ষামূলক পেশা হিসেবে মনে করতেন না। ৪৬ শতাংশ পুরুষ বলেছেন, তার স্কুল জীবনে প্রযুক্তিগত পেশার ওপর আগ্রহী ছিলেন, অন্যদিকে ৫৩ শতাংশ নারী তাদের স্নাতক ও কলেজ জীবনে প্রযুক্তি খাতকে পেশা হিসেবে নেয়ার কথা ভেবেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়