সিরাজুল ইসলাম: [২] কেনিয়ায় মারা গেছে সব চেয়ে বেশি ১৯৪ জন। এছাড়া রোয়ান্ডায় ৫৫ এবং সোমালিয়ায় ১৬ জনের মৃত্যুও খবর নিশ্চিত হওয়া গেছে। বিবিসি
[৩] উগান্ডার একটি হাসপাতালে আটকা পড়েছে অন্তত ২০০ রোগী। পূর্ব আফ্রিকার দেশগুলোতে করোনাও মহামারী রূপ নিয়েছে।
[৪] কেনিয়া কর্তৃপক্ষ দুর্গত এলাকার লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্তত ৮ হাজার একর জমির ফসল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ধসে গেছে। মে মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্বাভাবিক বৃষ্টিপাত থাকবে জুন পর্যন্ত।
[৫] রোয়ান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় ভূমি ধসে লোকজন মারা গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ডিস্ট্রিক্টের মেয়ররা।
[৬] উগান্ডার একটি নদীর তীর উপচে জল গড়িয়ে পড়ছে। ফলে লোকজন নিরাপদ আশ্রয় কেসেসেই শহরে চলে যেতে বাধ্য হয়েছে। উদ্ধারকারীরা পাশের কিলেমবেই হাসপাতালে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করছে।
[৭] কয়েক সপ্তাহে লেক ভিক্টোরিয়ার পানির উচ্চতা অভূতপূর্বভাবে বেড়ে গেছে। এতে তীরের লোকজন ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ওই এলাকার নিলে নদীতে ভাঙ্গন শুরু হয়েছে। এ কারণে খালের পানি বেড়েছে।
[৮] গত বছরের শেষ দিকে পূর্ব আফ্রিকায় বন্যা ও ভূমি ধসে কমপক্ষে ২৫০ জন মানুষ মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিন মিলিয়ন মানুষ।
আপনার মতামত লিখুন :