শিরোনাম
◈ ব্যাংক না দিলেও খোলাবাজারে চড়া দামে নতুন টাকা ◈ নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় দুরবস্থায় শিল্পকারখানা ◈ দ্রুত নির্বাচন করা, সাথে সংস্কারটা যত দ্রুত করা যায় সে কথাই বলেছি: মির্জা ফখরুল  ◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্যেকদিন কফি আর মদ খেলেই বাড়বে আয়ু, বলছে সমীক্ষা

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি কার্লিফোনিয়ার ‘ইউসিআই মাইন্ডের’ একদল বিজ্ঞানী মানুষের গড় আয়ুর তুলনায় বেশীদিন বেঁচে থাকার চাঞ্চল্যকর এক রিপোর্ট জণসম্মুখে উপস্থাপন করেছেন। তারা বলছে, বেশীদিন বেঁচে থাকার মন্ত্র হিসেবে শশরীরচর্চা বা স্বাস্থ্য সম্মত জীবনাযাপন নয়, পাশাপাশি অবশ্যই প্রতিদিন পান করুন কফি অথবা মদ।

[৩] বেশীদিন বেঁচে থাকার এই অব্যর্থ ওষুধের কথা শুনলে হয়ত আপনার চোখ কপালে ওঠার কথা। মনে হতেই পারে এটা আবার কেমন পরামর্শ? যেখানে চিকিৎসক মহল বলছেন বয়স বৃদ্ধির সঙ্গে- সঙ্গে চা-কফি অ্যালকোহল বর্জন করুন। মেনে চলুন স্বাস্থ্য সংক্রান্ত নিয়মাবলী। সেখানে এমন অদ্ভুত বাণী শুনে হতবাক হওয়া ছাড়া উপায় আছে বৈকি?

[৪] যদিও, গবেষণার রিপোর্ট বলছে অন্যকথা। সুস্থ থাকতে প্রতিদিন পান করুন কফি, বিয়ার। তবে অবশ্যই দু কাপের বেশী নয়।

[৫] এই বিষয়ে কার্লিফোনিয়ার ওই গবেষক দলটি প্রায় ১হাজার ৬০০জন মানুষের উপর সমীক্ষা চালিয়েছিলেন। আর এই সমীক্ষা চলেছিলো প্রায় ছয় মাস ধরে। সেইসময় তাদের সাইকোলজি এবং নিউরোলজির ওপর পরীক্ষা নিরিক্ষা চালানো হয়েছিলো। রেকর্ড করা হয়েছিলো তাদের মেডিকেল হিস্টোরি। পরীক্ষা শেষে উঠে এসেছে নয়া এই চমক।

[৬] প্রতিদিন গড়ে দুইবার মদ অথবা কফি পান করলে মৃত্যুর ঝুঁকি কমে প্রায় ১৮ শতাংশ। কফির মধ্যে থাকা ক্যাফিন আমাদের শারীরিক ধকল হ্রাস করতে সাহায্য করে। কাজকর্মের প্রতি আমাদের উদ্দিপ্ত করে তোলে। একই মদ বা সুরা জাতীয় পানীয় নানারকম রোগব্যাধি যথা হার্ট অ্যাটাক, ক্যানসার এবং নানাধরনের অসুখ থেকে মুক্তি দেয়।

[৭] বিজ্ঞানীরা বলছেন, জীবনের গড় আয়ু বাড়াতে চাইলে সুরাপায়ী হোন। তবে অবশ্যই এর স্বাভাবিক মাত্রা বজায় রেখে। নচেৎ হিতে বিপরীত হতে কতক্ষন?

সুত্র : কোলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়