শিরোনাম
◈ ভারতীয় সাংবাদিকের চোখে নাহিদ ইসলাম ◈ বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে, অতঃপর... ◈ একদিন নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন : প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুলস্টপ, কোনো ‘ইফ’ এবং ‘বাট’ নাই: সেনাপ্রধান (ভিডিও) ◈ কী লেখা ছিল নাহিদের পদত্যাগপত্রে ◈ পদত্যাগ করে যা বললেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ হাসিনার পতন মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের উৎসাহিত করেছে ◈ মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, গ্ৰেফতার ১  ◈ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন, বাংলাদেশকে কাছে টানছে চীন ◈ অবশেষে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলায় সমস্যা নাই, এটা না হলে হিতে বিপরীত অবস্থা হতে পারে

বিশ্বজিৎ দত্ত : [২] অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা বলেছিলাম স্বাস্থ্য বিধি মেনে গার্মেন্ট বা অন্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো খোলার। কিন্তু যা দেখলাম তাতে তো স্বাস্থ্য বিধির কোন বালাই নাই। কারখানায় বা দোকানে কর্মিটি হয়তো স্বাস্থ্য বিধি পালন করছে। তাদের বাসস্থানের স্বাস্থ্য সুরক্ষা কে দেবে?। সুতরাং আর্থিক বিবেচনায় যেসব প্রতিষ্ঠান খোলা হচ্ছে। তাতে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। বলতে পারবোনা আমাদের জন্য সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে।

[৩] অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, করোনার বিষয়টি বৈশ্বিক। বাংলাদেশ লক ডাউন তুলে সব কিছু উন্মোক্ত করে দিল। তাতে কি বৈদেশিক আস্থা অর্জন হবে। তারা কি তখন করোনার এন্টিবডি রয়েছে এমন শ্রমশক্তি তাদের দেশে নিবে। বা স্বাস্থ্য ঝুঁকি চরম পর্যায়ে রয়েছে এরকম দেশে কি বিদেশিরা বিনিয়োগ করতে আসবে। বিদেশে গার্মেন্ট পণ্যের চাহিদা নেই এখন বায়াররা কি আমাদের দেশে কাপর কিনবে। সুতরাং করোনায় সরকারিভাবে হিসাবে একটু এদিক সেদিক হলেই সমস্যা রয়েছে। তবে শপিং মলের চেয়ে পাড়ার দোকান খোললে স্থানীয় অর্থনীতির কিছুটা গতি আসবে। তবে সেটিও হতে হবে স্বাস্থ্য বিধি মেনে।

[৪] বিকেএমইইএর সহসভাপতি বলেন, গার্মেন্ট অর্ডার নাই বললেই চলে। আগের কিছু অর্ডারে কাজ হচ্ছে। সব ইউনিট চালু করাও যাচ্ছে না। কারখানায় স্বাস্থ্য বিধি মানা হয়। কিন্তু সরকারকে বলছি শ্রমিকদের বাসস্থানের স্বাস্থবিধি এনশিউর করার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়